বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্কে বিএনপির উদ্যোগে দোয়া-মাহফিল এবং বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি আলোকে ২০ নভেম্বর সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ বলেন, ‘এরশাদের মত স্বৈরাচারও ক্ষমতায় টিকতে পারেনি। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে সংশ্লিষ্টদের শিক্ষা নেয়া দরকার।’
সংগঠনের সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদের পরিচালনায় এ মাহফিলে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি এমদাদুল হক কামাল, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম, গোলাম ফারুক শাহীন এবং সৈয়দ এম রেজা, মহিলা সম্পাদিকা সৈয়দা মাহমুদা শিরিন, বিএনপি নেতা মার্শাল মুরাদ, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান এবং ওয়াহেদ আলী মন্ডল প্রমুখ।
এর আগের দিন সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার জামে মসজিদে। হোস্ট সংগঠনের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এ মাহফিল পরিচালনা করেন ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা মোহাম্মদ আবদুস সাদিক।
নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, বিএনপি নেতা মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া, জসিম উদ্দিন ভূঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিন নাশীর, সাধারণ সম্পাদক মো: আশরাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক মানবাধিকার সহ সম্পাদক মো: সোহরাব হোসেন।
দোয়া মাহফিলে আরও ছিলেন অ্যাডভোকেট রেজবুল কবির, জিয়াউল হক মিশন, তরিকুল ইসলাম প্রিন্স, হাফিজুর রহমান চৌধুরী রবিনস, মো: কামাল হোসেন, জাহাংগির সোহরাওয়ার্দী, নুরে আলম, রইছ উদ্দিন, মো: মিজানুর রহমান, মো: হুমায়ুন কবির, মো: সুলতান ভূঁইয়া, সালেহ আহম্মেদ মানিক, মাযহারুল ইসলাম মিরন, মনির হোসেন, মনিরুল ইসলাম মনির, মির্জা আজম, রিমন ইসলাম, মো: আলী হাসান, আব্দুল হাকিম, আজগর বালী প্রমুখ।
গত শুক্রবার নিউইয়র্ক সিটির ৬টি মসজিদে জুমআর নামাজের পর বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয় ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের সভাপতি পারভেজ সাজ্জাদের উদ্যোগে। মাহফিলে অংশগ্রহণকারী হাজার হাজার মুসল্লির মধ্যে তোবারকও বিতরণ করা হয়েছে।
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...