বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা, বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের জন্য প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যায় মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় পড়াশোনা করার নানা সুযোগ-সুবিধা সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের জানাতে আগামী ২৩, ২৫ ও ২৭ নভেম্বর যথাক্রমে সিলেটের রোজ ভিউ হোটেল, চট্টগ্রামের ওয়েলপার্ক হোটেল ও ঢাকার ওয়েস্টিন হোটেলে শিক্ষা মেলার আয়োজন করতে যাচ্ছে দেশটির সেরা প্রায় ১১টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তিন দিনব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। মেলায় থাকছে আইএলটিএস ছাড়াই তাৎক্ষণিক ভর্তির সুযোগ, রয়েছে স্কলারশিপও। আগ্রহী শিক্ষার্থীরা http://bit.do/nssmegaeduexpo2021 ভিজিট করেও মেলায় অংশগ্রহণ করতে পারবেন।
এ উপলক্ষে গত ৯ নভেম্বর বিকালে কুয়ালালামপুরে এনএসএস’র পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান এনএসএস সল্যুশন এসডিএন বিএইচডি কর্তৃপক্ষ। মালয়েশিয়ার খ্যাতনামা উল্লিখিত সকল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে আন্তর্জাতিক শিক্ষামেলায় অনলাইনে আলাদাভাবে কথা বলার সুযোগসহ, ফ্রি স্পট এডমিশন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকসহ বিভিন্ন সেবার ওপর বিশেষ ছাড় থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার (ইউটিএম) হালিজা বিনতি আব্দুল হামিদ, ফাতিন নাবিলা বিনতি মোহাম্মদ শরীফ – স্কুল অব প্রফেশনাল অ্যান্ড কন্টিনউইং এডুকেশনের (UTMSPACE) ধিরাহ বিনতি নরহালিম, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির (এপিইউ) আদ্রিয়ান চ্যান জুন পিং, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির (এমএমইউ) নুরহুদা বিনতি মোহাম্মদ শাফি, উনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিটেন) এডড্রেন ল ই ফেং, উনিভার্সিটি টুন্ আবদুল রাজাকের (ইউনিরাজাক) সানি লি জি শেং, এপিইউর আহমেদ আফসানসহ ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মেলার আয়োজক প্রতিষ্ঠান এনএসএস’র হেড অব মার্কেটিং সবুজ হোসেন বলেন, দেশের খরচে মালয়েশিয়ায় মানসম্মত পড়াশোনার সুযোগ তৈরি হবে এ শিক্ষা মেলার মাধ্যমে।
সংশ্লিষ্ট ইউনিভার্সিটির প্রতিনিধিরা জানান, মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিউশন ফি অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক কম। ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডার এক বা দুই বছরের টিউশন ফি দিয়ে মালয়েশিয়ায় পুরো কোর্স শেষ করা যায়।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...