‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’ শ্লোগানে আগামী রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে অনুষ্ঠিত হবে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’। এদিন সম্মাননা পাওয়া ৫০ গুণী সংগীত শিল্পীর নাম ঘোষণা করা হবে।
এরই ধারাবাহিকতায় ডিসেম্বরে ঢাকায় আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটানো হবে। এ উপলক্ষে নিউইয়র্কে ব্যাপক প্রস্তুতি চলছে। সিটির জ্যামাইকায় আমাজুরা কনসার্ট হলে এই অনুষ্ঠানের কোনো টিকিট লাগবে না। তবে কেবলমাত্র আমন্ত্রিতরাই প্রবেশাধিকার পাবেন। সকলকেই করোনার পূর্ণ ডোজের টিকা নেওয়ার প্রমাণ প্রদর্শন সাপেক্ষেই মিলনায়তনে প্রবেশের সুযোগ দেওয়া হবে।
অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতির আলোকে সম্প্রতি অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন জানান, সারাটি জীবন যারা বিশুদ্ধ বাংলা সংগীত পরিবেশনের মাধ্যমে দেশ ও প্রবাসে জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তারাই পাবেন এ সম্মাননা। নিউইয়র্কের এ অনুষ্ঠান আয়োজনে সর্বাত্মক সহযোগিতায় রয়েছে তরঙ্গ কেয়ার ইনক এবং দেশী মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংবাদ সম্মেলনে এ দুটি প্রতিষ্ঠানের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও মনির হোসেনও ছিলেন। আরও ছিলেন একুশে পদকপ্রাপ্ত খ্যাতনামা কন্ঠশিল্পী-কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং কন্ঠযোদ্ধা শহীদ হাসান।
১২ শতাধিক আসনবিশিষ্ট আমাজুরা কনসার্ট হলের এই আয়োজনে প্রবাসের সর্বস্তরে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, পেনসিলভেনিয়া, নিউজার্সি, কানেকটিকাট, বস্টন থেকেও আসবেন সংগীত অনুরাগীরা-জানালেন রাশেদ আহমেদ।
তিনি বলেন, অর্ধ-শতাধিক সদস্যের একটি টিম দিন-রাত কাজ করছে অনুষ্ঠানকে প্রবাসীদের চাহিদার পরিপূরক করতে। ইতিমধ্যেই বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক শিল্পী নিউইয়র্কে এসেছেন। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে করোনার ভীতি কাটিয়ে প্রবাসীরা স্বাভাবিক জীবনে ফেরার চমৎকার একটি আবহ তৈরি করতে সক্ষম হবেন বলে মনে করা হচ্ছে।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...