Read Time:2 Minute, 51 Second

আগামী বছরের শুরুর দিন ১ জানুয়ারি আন্তর্জাতিক পর‌্যটকদের জন্য দুয়ার খুলছে মালেশিয়া। দেশটির সরকারি উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

বৈশ্বিক মহামারি করোনার কারণে মালেশিয়ার পর্যটন খাতের যে ক্ষতি হয়েছে তা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপদেষ্টা পরিষদ। খবর রয়টার্সের।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির টিকাদান কর্মসূচির মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের হার কমে এসেছে। এখন ধীরে ধীরে মালেশিয়া তার অর্থনৈতিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক অবস্থায় নেওয়ার চেষ্টা করছে। সরকারি পরিসংখ্যান থেকে পাওয়া তথ্য বলছে, দেশটির ৩২ মিলিয়ন জনসংখ্যার তিন-চতুর্থাংশের বেশি টিকা দেওয়া হয়েছে।

মালয়েশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির একটি কাউন্সিলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, পর্যটনশিল্প বিদেশিদের ছাড়া দ্রুত পুনরুদ্ধার সম্ভব নয়। তিনি বলেন, দেশটির পর্যটনশিল্প আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সময়ের প্রয়োজন।

কোভিড-১৯ পরীক্ষার পাশাপাশি সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখার ওপর গুরুত্ব দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘কর্তৃপক্ষ কোভিড-১৯ পরিস্থিতির ওপর ভিত্তি করে এবং অন্যান্য কারণের ভিত্তিতে দেশে প্রবেশ নির্ধারণ করবে। তিনি সীমানা খোলার ব্যাপারে তারিখ উল্লেখ না করে বলেন সিদ্ধান্তটি এখনো স্বাস্থ্য ও নিরাপত্তা সংস্থাগুলো বিস্তারিতভাবে দেখছে।

মালয়েশিয়া এই সপ্তাহে ঘোষণা করেছে যে ২৯ নভেম্বর থেকে প্রতিবেশী দেশ সিঙ্গাপুর ও মালেশিয়ার টিকাপ্রাপ্ত লোকদের জন্য কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণের অনুমতি দেওয়া হবে। দেশটি পর্যায়ক্রমে ইন্দোনেশিয়ার সঙ্গে কোয়ারেন্টাইন-মুক্ত ভ্রমণ চালু করতে রাজি হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post তিন মাস রাতে বিমান উড়বে না শাহজালালে
Next post নিউ ইয়র্ক ট্রাফিক পুলিশে যোগ দিলেন আরও ১২০ বাংলাদেশি
Close