Read Time:2 Minute, 29 Second

ইন্দোনেশিয়ায় সফররত শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সাথে সেদেশের শিল্পমন্ত্রী এগাস গুমিয়াং কারতাসাসমিতার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউসিডো) সহযোগিতায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শিল্প উন্নয়ন সংক্রান্ত ২য় আঞ্চলিক সম্মেলন শুরুর প্রাক্কালে আজ সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দু’দিনব্যাপি এ সম্মেলন আজ ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে। আগামীকাল জাকার্তা ঘোষণার মধ্যদিয়ে এ সম্মেলন শেষ হবে।
বৈঠকে, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই স্বাক্ষরের ব্যাপারে উভয় পক্ষ একমত পোষণ করেন। এছাড়া কারিগরী দক্ষতা এবং হালাল শিল্প বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরেও উভয় পক্ষ সম্মত হন।
বুধবার বিকেলে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এমওইউ স্বাক্ষরের লক্ষ্যে কিছু দিনের মধ্যেই ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী সেদেশের ব্যবসায়িক প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশ সফর করবেন।
ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিল্পমন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) মোঃ আব্দুল ওয়াহেদ এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (নীতি) মোঃ সলিম উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
শিল্প উন্নয়ন সংক্রান্ত ২য় আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা পৌঁছান। সম্মেলনে অংশগ্রহণ শেষে আগামী ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বৃহত্তর কুমিল্লা জাতীয়তাবাদী ফোরাম ইউরোপ’র জার্মান কমিটি
Next post পোল্যান্ডের কাছ থেকে ৩২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ
Close