Read Time:2 Minute, 53 Second

যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো সিটির মেয়র হতে যাচ্ছেন এক বাংলাদেশি আমেরিকান। পেনসিলভেনিয়া স্টেটের আপার ডারবি সংলগ্ন মেলবোর্ন বরোর মেয়র হিসেবে জানুয়ারিতে অভিষিক্ত হবেন চট্টগ্রামের সন্তান মাহবুবুল তৈয়ব। ২ নভেম্বর ভোট গ্রহণের পর জানা গেছে নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল হাসানের চেয়ে তিনি ২৯ ভোটে এগিয়ে রয়েছেন।

ডাকযোগে আসা ব্যালট গণনা এখনও শেষ হয়নি। তবে তৈয়ব দৃঢ়তার সাথে উল্লেখ করেছেন যে, বিজয় মুকুট তারই ভাগ্যে জুটবে। এ বিজয় ঠেকিয়ে রাখা সম্ভব হবে না।

একই সিটির ৩ জন কাউন্সিলম্যান হিসেবে জয়ী হন বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ মুনছুর আলী মিঠু, মোশারফ হোসেন এবং আলাউদ্দিন পাটোয়ারী। এছাড়া ট্যাক্স কালেক্টর পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ মোহাম্মদ নামক আরেক প্রবাসী। অর্থাৎ পুরো সিটির নেতৃত্বে প্রবাসীরা।
আমেরিকান স্বপ্ন পূরণের পথে মূলধারায় জোরালো সম্পর্ক রচনায় এ এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন ফিলাডেলফিয়া সিটির সাবেক ডেপুটি মেয়র এবং প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ড. নীনা আহমেদ। ড. নীনা এবং কমিউনিটি লিডার ডা. ইবরুল চৌধুরী পৃথকভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিজয়ীদেরকে।

উল্লেখ্য, একই নির্বাচনে ইতিহাস রচনা করে বিজয়ী হয়েছেন নিউইয়র্ক সিটিতে কাউন্সিলওম্যান হিসেবে শাহানা হানিফ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মত নিউজার্সির প্লেইন্সবরোর কাউন্সিলম্যান হিসেবে বিজয়ী হয়ে। তবে সবকিছুকে ছাপিয়ে যাচ্ছে মাহাবুবুল তৈয়ব মেয়র হিসেবে জয়ী হওয়ায়। তিনিই হবেন প্রথম কোন বাংলাদেশি আমেরিকান, যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।

তৈয়ব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচনী এলাকার মানুষের সামগ্রিক কল্যাণের অভিপ্রায়ে কাজ করবো ইনশাআল্লাহ। এজন্যে সকলের আন্তরিক সহায়তা চাচ্ছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সহিংসতার দুষ্টচক্র ভাঙতে মূল কারণ সন্ধান জরুরি : রাবাব ফাতিমা
Next post দেশে ফ্যাসিবাদী আগ্রাসন চলছে: ফখরুল
Close