Read Time:2 Minute, 13 Second

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ মাইনরিটি ভয়েস ক্যানবেরা ও ২৮টি সংগঠনের সম্মিলিত জোট স্ট্যান্ড ফর রিলিজিয়াস মাইনরিটিস ইন বাংলাদেশ। গত ৫ নভেম্বর ক্যানবেরায় অস্ট্রেলিয়ান পার্লামেন্ট হাউস ও বাংলাদেশ হাই কমিশনের সামনে যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ থেকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিসহ আরও বক্তব্য দেন হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়া, ক্যানবেরা ইন্টারফেইথ ফোরাম, সনাতন সমাজ, রাধাকৃষ্ণ গৌরীয় মন্দির, বাংলাদেশ সোসাইটি ফর পূজা এন্ড কালচার, বাংলাদেশ পূজা এসোসিয়েশন, জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ান ফোরাম ফর মাইনরিটিস ইন বাংলাদেশ, লোকনাথ ব্রহ্মচারী মিশন সিডনি, অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু এসোসিয়েশনসহ ২৮ সংগঠনের প্রতিনিধি।

এরপর বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ হাই কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। তারা ১১ দফা দাবি-সম্বলিত চিঠিটি তাকে পড়ে শোনান এবং তার কাছে হস্তান্তর করেন। হাই কমিশনার মোহাম্মদ সুফিউর রহমান এবং হাই কমিশনের কর্মকর্তাগণ প্রতিনিধিদের সাথে আন্তরিক পরিবেশে আলোচনা করেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির আইসিএওতে পরিচয়পত্র পেশ
Next post টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির কাউন্টি চেয়ারম্যান বাংলাদেশি রহিম
Close