Read Time:1 Minute, 57 Second

একজন সিনেটরের কাছে যৌন হয়রানির শিকার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সাবেক একজন ঘনিষ্ঠ সহযোগী।

হয়রানির শিকার হুমা আবেদিন স্মৃতিকথা লিখতে গিয়ে এ বিয়ষটি সামনে এনেছেন বলে এক প্রতিবেদনে বুধবার জানিয়েছে বিবিসি।

হুমা জানিয়েছেন, ২০০০-এর দশকের মধ্যভাগে কফির আমন্ত্রণ পেয়ে ওই সিনেটরের বাসায় গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে যৌন হয়রানি করা হয়। জোর করে চুমু খাওয়ার চেষ্টা করলে তা প্রত্যাখ্যান করে তিনি ছুটে বের আসেন বলেও জানান হুমা।

হুমা আবেদিনের নতুন বই ‘বোথ/অ্যান্ড: এ লাইফ ইন মাই ওয়ার্ল্ডস’-এ এসব কথা বিস্তারিত লিখেছেন। বইটি আগামী সপ্তাহে প্রকাশ পাওয়ার কথা।

হিলারি বিশ্বস্ত সহযোগী বলা হয় হুমাকে। একবার হিলারি তাকে ‘দ্বিতীয় কন্যা’ বলে অভিহিত করেছিলেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে যেসব প্রার্থী মনোনয়ন চেয়েছিলেন তার মধ্যে হুমা অন্যতম।

২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত নিউ ইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর ছিলেন হিলারি ক্লিনটন। ওই সময় তার সহযোগী ছিলেন হুমা। এই মেয়াদকালে ওই যৌন হয়রানির ঘটনা ঘটে বলে তার দাবি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post আমেরিকার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বাংলাদেশি বংশোদ্ভূত সুবর্ণ
Next post রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে মামলার আবেদন
Close