Read Time:1 Minute, 53 Second

আগামী শনিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে টেক্সাসে ডালাস বাংলা উৎসব। উৎসবে অতিথি হিসেবে অংশ নেবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, রবীন্দ্র সঙ্গীতের কিংবদন্তী-গায়ক কাদেরী কিবরিয়া, কবি কাজী জহিরুল ইসলাম।

ডালাসের আরভিং আর্ট সেন্টারে অনুষ্ঠিতব্য উৎসবে ডালাসে বসবাসরত নতুন প্রজন্মের একঝাঁক তরুণ গান, কবিতা ও নাচ পরিবেশন করবেন। বাংলা উৎসবকে ঘিরে ডালাসের বাঙালি কম্যুনিটির মধ্যে চলছে ব্যাপক আনন্দ-আয়োজন। আয়োজক সংগঠন সানাম টিভির কর্ণধার খন্দকার তৌফিক কাদের জানান, সাড়ে তিনশ টিকিটের অধিকাংশই বিক্রি হয়ে গেছে। কিছু টিকিট রাখা হয়েছে অনুষ্ঠানের দিন গেটে বিক্রি করার জন্য।

সানাম টিভি এ বছর আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে ৪ জুলাই ঘোষণা করেছে ‘ইন্ডিপেন্ডেন্স ডে অ‌্যাওয়ার্ড’। বাংলা ভাষা ও সংস্কৃতিকে দূর প্রবাসে সমুজ্জল রাখার জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তাদের অবদানকে সম্মান জানানোর জন্যই এই আয়োজন। ইন্ডিপেন্ডেন্স ডে অ‌্যাওয়ার্ড ২০২১ যারা পাচ্ছেন তারা হলেন অভিনেতা জামালুদ্দিন হোসেন, শিল্পী কাদেরী কিবরিয়া, কবি কাজী জহিরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post যেসব আয়োজন থাকছে এবারের ফোবানা সম্মেলনে
Next post নিউইয়র্কে ফুড ডেলিভারির সময় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত
Close