Read Time:1 Minute, 56 Second

পৃথিবীর অন্যান্য দেশের মতো অস্ট্রিয়াতেও পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে স্থানীয় সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা।

করোনা মহামারির কারনে গত বছর পূজা উদযাপন সীমিত আকারে করে হলেও এবারের পূজায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। দুর্গাপূজা উপলক্ষ্যে ভিয়েনার পূজা মণ্ডপগুলোকে বিভিন্ন বর্নিল সাজে সজ্জিত করা হয়েছে।

ভিয়েনার হিন্দু মন্দিরে ভিয়েনা দূর্গাপূজা সমিতির উদ্যোগে আয়োজিত মহা অষ্টমী পূজায় বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনেক স্থানীয় নাগরিকরাও এসেছিলেন পূজা দর্শন করতে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বরুন রয় সকলকে দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, করোনার কারনে গত বছর সীমিত আকারে করা হলেও এবারের আয়োজনে অনেকেই উপস্থিত হতে পেরেছেন। বরুন রয় দূর্গাপূজায় আসার জন্য সকলকে ধন্যবাদ জানান।

দীর্ঘদিন ধরে অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসি বিকাশ ঘোষ বলেন, বাংলাদেশের পূজার আনন্দ না পেলেও আমরা হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের মতো করে এই পূজার সময়টিকে উদযাপন করে থাকি।

ভিয়েনা দূর্গাপূজা সমিতির উদ্যোগে আয়োজিত দূর্গাপূজা চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ১৯ ডিসেম্বর বার্মিংহামে বিজয় মেলার আয়োজন
Next post মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে বিএনপি : ওবায়দুল কাদের
Close