Read Time:2 Minute, 54 Second

পশ্চিমবঙ্গের ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন অঙ্গরাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এ নিয়ে টানা তিনবার এ আসনে বিজয়ী হলেন বাংলার মেয়ে।

রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। মোট ২১ রাউন্ড গণনা হয়। গণনা শেষে মমতা ৫৮ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে জয় পান। মমতা ৮৪ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৬ হাজার ৩২০ ভোট।

গত ৩০ সেপ্টেম্বর ভবানীপুর উপনির্বাচনে ভোটগ্রহণ হয়। তবে ফলাফল হলো রোববার (৩ অক্টোবর)। এতে শেষ হাসি হাসলেন মমতা। গত মে মাসে বিধানসভা নির্বাচনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। তবে নিজে বিধায়ক হিসেবে নির্বাচিত হননি মমতা। তবু ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।এ শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হবে।

জিতেই ৪ উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার
ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেই শান্তিপুর, গোসাবা, দিনহাটা, খড়দহ উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেছেন মমতা। খড়দহে উপনির্বাচন প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামী, দিনহাটায় উদয়ন গুহ, গোসাবায় বাপ্পাদিত্য নস্কর এবং সুব্রত মণ্ডলের মধ্যে যেকোনও একজন প্রার্থী হবে বলে জানালেন মমতা।

একটি ওয়ার্ডেও কম ভোট পাইনি: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সব ভাষার মানুষ আমাকে ভোট দিয়েছেন। সব কটি ওয়ার্ডে আমি বেশি ভোট পেয়েছি। এই প্রথম এমন হলো। ভবানীপুরের মানুষ গোটা দেশকে দেখিয়ে দিলো বাংলা কাকে চায়।

সবাইকে শুভেচ্ছা মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ধন্যবাদ ভবানীপুরের মানুষকে। কোভিড এবং বৃষ্টি সামলে যেভাবে ভোট দিয়েছেন মানুষ, তাতে আমি কৃতজ্ঞ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এবার অর্থনৈতিক কেলেঙ্কারির খবর ফাঁস করছে প্যান্ডোরা পেপারস
Next post বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া টাকা দ্রুত উদ্ধারের সুপারিশ
Close