বিশ্বজুড়ে অর্থনৈতিক কেলেঙ্কারির খবর এবার ফাঁস করতে চলেছে প্যান্ডোরা পেপারস। যেখানের থাকছে কর ফাঁকি দিয়ে বিদেশে অর্থ পাচার ও অর্থনৈতিক লেনদেনের গোপনীয়তার ওপর বিশদভাবে তৈরি প্রতিবেদন। পানামা পেপারসের মতো প্যান্ডোরা পেপারসেও বিশ্বের প্রায় সব দেশ ও অঞ্চলের অর্থনৈতিক কেলেঙ্কারির চিত্র পাওয়া যাবে। তবে সেই রাঘববোয়াল কারা, তা প্রতিবেদন প্রকাশের পরই জানা যাবে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিভিত্তিক আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) এটি প্রকাশ করছে। স্থানীয় সময় রোববারই এটি প্রকাশ করার কথা। প্যান্ডোরা পেপারসের অনুসন্ধানেও ধরা পড়েছেন বহু প্রভাবশালী ও জনপ্রিয় রাজনীতিক, ধনকুবের এবং আলোচিত ব্যক্তিত্ব। খবর এনডিটিভি, ডন ও ফার্স্ট পোস্টের।
রোববার আইসিআইজে এক টুইটে জানায়, বিভিন্ন মাধ্যমে গোপনে সংগ্রহকৃত এক কোটি ১৯ লাখ নথি পর্যালোচনা করে প্যান্ডোরা পেপারস তৈরি করা হয়েছে। ১১৭টি দেশের ছয় শতাধিক সাংবাদিক এই বিশাল কর্মযজ্ঞে যুক্ত রয়েছেন।
পাচারের অর্থে করমুক্ত কোম্পানি (ট্যাপ হ্যাভেন) পরিচালনার জন্য বিশ্বে বহুল আলোচিত ও সমালোচিত দেশ পানামা। ২০১৬ সালে প্রকাশিত পানামা পেপারসে দেখা গিয়েছিল সেই চিত্র। পানামা পেপারস প্রকাশের পর বিভিন্ন দেশের সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অর্থ পাচারের চিত্র সামনে আসে। এর ধাক্কায় আয়ারল্যান্ড ও পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীরা ধরাশায়ী হন। আইসিআইজে গতকাল টুইটবার্তায় ইঙ্গিত দিয়েছে, অর্থনৈতিক অস্বচ্ছতার জন্য এবারও বড় বড় মুখ বিপাকে পড়বেন।
এদিকে প্যান্ডোরা পেপারস নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে পাকিস্তানে। গতকাল দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, প্যান্ডোরা পেপারস ফাঁস হলে দুর্নীতিবাজদের চেহারা সামনে চলে আসবে। এতে করে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাবর্মূতি আরও উজ্জ্বল হবে।
More Stories
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেলো স্টারলিংক
স্টারলিংক টেলিকমের আবেদনের পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রেশন প্রদান করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। পরবর্তী কার্যক্রম হিসেবে (নন-জিওস্টেশনারি অরবিট) লাইসেন্স পেলেই বাংলাদেশে...
ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী। সোমবার...
মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ছাড়াল ১৬০০
মিয়ানমারে ভূমিকম্পে এখন পর্যন্ত ১ হাজার ৬৪৪ নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৪০৮ জন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন...
চাঁদ দেখা গেছে, সৌদিতে ঈদ রোববার
সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে কাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সংযুক্ত আরব আমিরাত...
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, ১৪৪ জনের মৃত্যু
মিয়ানমারে শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৪ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৭৩০ জন। শুক্রবার (২৮ মার্চ)...
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে : শেহবাজ শরিফ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর...