মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন টেক্সাসের আদালত।
দণ্ডিত ব্যক্তির নাম মোহাম্মদ মিলন হোসেন। তার বয়স ৪১ বছর। এক সময় তিনি মেক্সিকোর তাপাচুলার বাসিন্দা ছিলেন। মানব পাচারের এ মামলায় মোক্তার হোসেন নামে আরও এক বাংলাদেশির নাম এসেছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই রায়ের খবর প্রকাশ করে বুধবার তাদের ওয়েবসাইটে।
মামলার নথিতে বলা হয়েছে, ২০১৭ সালের মার্চ থেকে ২০১৯ সালের জুনের মধ্যে বাংলাদেশ, দক্ষিণ ও মধ্য আমেরিকা এবং মেক্সিকোর মানব পাচারকারীদের টাকার বিনিময়ে কাগজপত্র ছাড়াই বিপুল সংখ্যক মানুষকে মার্কিন সীমান্তে পৌঁছে দিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি মিলন।
লোকজনকে যুক্তরাষ্ট্রে পাঠানোর আগে মেক্সিকোতে তাপাচুলার একটি হোটেলে রাখার পর সেখান থেকে তাদের মেক্সিকোর মন্টেরিতে পাঠানোর জন্য টিকিটসহ অন্যান্য সহায়তা করতেন মিলন। তার সহযোগী মোক্তার হোসেন মন্টেরি থেকে তাদের অবৈধভাবে মানব পাচারের এই আন্তর্জাতিক চক্র বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশীদের জীবনকে ঝুঁকিতে ফেলছে বলে জানান যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল কেনেথ এ পোলাইট জুনিয়র।
তিনি বলেন, ‘মিলন হোসেনের মতো মানব পাচারকারীদের ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর পাশাপাশি অভিবাসীদের যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়ায় জড়িত, তাদের মূলোৎপাটনে বিচার বিভাগ দেশে ও বিদেশে অংশীদারদের নিয়ে তৎপরতা অব্যাহত রাখবে।’
সাদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনিফার বি লোয়েরি বলেন, এই অপরধীদের কাছে ‘মানুষের জীবনের চেয়ে টাকা বড়।’
তিনি আরও বলেন, ‘হোসেনের মতো মানব পাচারকারীরা মারাত্মক বিপদের মধ্যে ঠেলে দেয় অভিবাসীদের। তাদের অনেকে গুরুতরভাবে আহত হন, মৃত্যুও ঘটে অনেকের।’
More Stories
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...
কানাডায় পালিয়ে গিয়ে কূটনীতিকের বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছেন। কানাডায় পালিয়ে গিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন-আল...
ফের লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা
বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে, এখন থেকে ফের...