Read Time:5 Minute, 3 Second

বিশ্বব্যাপী জনপ্রিয় কুইজ ম্যানিয়া টেলিভিশন শো’র নির্মাণকারী প্রতিষ্ঠান নেপালের এক্রিটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেডের পরিচালনা পর্ষদে বাংলাদেশের জন্য ব্যবস্থাপক হিসেবে তিন তরুণকে নিযুক্ত করা হয়েছে। কান্ট্রি ম্যানেজার ও কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে শেখ শরফুদ্দিন রেজা আলী চৌধুরী, কান্ট্রি সেলস ম্যানেজার হিসেবে রাশেদুল ইসলাম মজুমদার তানজিল এবং কান্ট্রি পাবলিক রিলেশন্স ম্যানেজার হিসেবে মো. আমিনুর রহমান হৃদয় নিয়োগ পেয়েছেন।

নবনিযুক্ত এই তিন তরুণের হাত ধরে কুইজ ম্যানিয়া টেলিভিশন শো বাংলাদেশেও সাড়া ফেলবে বলে আশা রাখছে এক্রিটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড।

বাংলাদেশের জন্যে নিযুক্ত নতুন কান্ট্রি ম্যানেজার ও কমিনিউকেশনস ডিরেক্টর শেখ শরফুদ্দিন রেজা আলী চৌধুরী ২০১৭ সাল থেকে বাংলাদেশ সমন্বয়ক হিসেবে এবং নতুন কান্ট্রি সেলস ম্যানেজার রাশেদুল ইসলাম মজুমদার তানজিল ইভেন্ট কো-অর্ডিনেটর হিসেবে এই প্রতিষ্ঠানে কাজ করেছেন। এছাড়া নবনিযুক্ত কান্ট্রি পাবলিক রিলেশন্স ম্যানেজার মো. আমিনুর রহমান হৃদয় বাংলাদেশে সাত বছরের বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন।

এক্রিটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেডের প্রধান প্রশাসনিক কর্মকর্তা এবং আন্তর্জাতিক বিষয়ক পরিচালক, ডা. অসিম রাজ শ্রেষ্ঠ বলেন, ‘নবনিযুক্ত তিন তরুণের নেতৃত্বে দলটি বাংলাদেশে এক্রিটিভ মিডিয়ার পরিচালন, পরিকল্পনা এবং কার্যক্রম বাস্তবায়নের জন্যে দায়িত্ব পালন করবেন।’

অসিম রাজ বলেন, ‘কুইজ ম্যানিয়া টেলিভিশন শো’র পঞ্চম ও ষষ্ঠ আসরে আন্তজার্তিক পর্বে বাংলাদেশ ক্রমাগত পুরস্কার অর্জন করার কারণে এবার বাংলাদেশ পরবর্তী সময়ের কার্যক্রমে প্রাধান্য পেয়েছে।’

নবনিযুক্ত কান্ট্রি ম্যানেজার ও কমিনিউকেশন ডিরেক্টর শেখ শরফুদ্দিন রেজা আলী চৌধুরী বলেন, ‘নেপালের ইতিহাসে সবচেয়ে বড় কুইজ শো- কুইজ ম্যানিয়া ওয়ার্ল্ডওয়াইড টেলিভিশন শোর নির্মাণকারী প্রতিষ্ঠানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘১৮ ঘণ্টায় বাংলাদেশে টেলিভিশন শো’টির আন্তর্জাতিক অডিশন আয়োজনের মাধ্যমে আমাদের চ্যালেঞ্জিং যাত্রা শুরু হয়েছিল। আমাদের দৃঢ় বিশ্বাস, নেপাল ও বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কুইজ ম্যানিয়া টেলিভিশন শো’ দর্শকদের মাঝে সাড়া ফেলবে।’

নেপালের প্রথম সারির মিডিয়া কোম্পানি, এক্রিটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড, কুইজ ম্যানিয়া টেলিভিশনের মাধ্যমে যাত্রা শুরু করে ২০১১ সালে। নেপালের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন শো, কুইজ ম্যানিয়া’র যাত্রায় ব্যাপক উৎসাহ ও সহায়তা করেছেন নেপাল ও বাংলাদেশের বিভিন্ন মন্ত্রনালয়, নেপাল অ্যাম্বেসি অব বাংলাদেশ ও বাংলাদেশ অ্যাম্বেসি অব নেপাল।

বর্তমানে কুইজ ম্যানিয়া টেলিভিশন শো’ অনুষ্ঠানটির উপস্থাপক, নেপালের চলচ্চিত্র জগতের মহানায়ক খ্যাত অভিনেতা, রাজেশ হামাল এবং ডিরেক্টর, হারি পোকরেল। অনুষ্ঠানটি বিগত বছরগুলোতে নেপালের অন্যতম টেলিভিশন চ্যানেল কান্তিপুর এইচডিতে সম্প্রচারিত হলেও চলতি বছর নেপালের সবচেয়ে জনপ্রিয় ও সরকারি টেলিভিশন চ্যানেল, নেপাল টেলিভিশনে সম্প্রচারিত হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post জাপানের শততম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা
Next post রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা
Close