ককরোনার সংক্রমণ কমে যাওয়ায় যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি এই তথ্য জানান।
ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুখবর যে, ব্রিটিশ সরকার আমাদের অনুরোধে বাংলাদেশকে রেড অ্যালার্ট (রেড লিস্ট)-মুক্ত করেছে। অসংখ্য ধন্যবাদ ব্রিটিশ সরকারকে।’
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমার সাম্প্রতিক সফরে ব্রিটিশ সরকারের বিভিন্ন পর্যায়ে, এমনকি পররাষ্ট্রমন্ত্রী এবং বর্তমানে যিনি আছেন, তিনিসহ সবাইকে অনুরোধ করেছিলাম, ৫০ বছরের পুরনো বন্ধু বাংলাদেশেকে ‘রেড অ্যালার্ট’ (রেড লিস্ট)ভুক্ত করা কোনোভাবেই সমীচীন নয়। এছাড়া, প্রায় পাঁচ-ছয় হাজার ব্রিটিশ নাগরিক বাংলাদেশে থাকেন। এই রেড লিস্টের মাধ্যমে তাদের ওপরও অন্যায় হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আজ থেকে বাংলাদেশকে রেড লিস্ট মুক্ত করে স্বাভাবিক পর্যায়ে নিয়ে এসেছে ব্রিটিশ সরকার, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রসঙ্গত, এর আগে, ২০২০ সালের ৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ ৬০টি দেশকে রেড লিস্টভুক্ত যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। একইসঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশ ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়।
More Stories
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় গিয়াস উদ্দিন মিয়া (৪৬) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে সিয়াম...
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মিছিল করার অপরাধে পাঁচ বাংলাদেশিসহ চার শতাধিক বিদেশি শিক্ষার্থীর ‘স্টুডেন্ট ভিসা’ বাতিল করেছে যুক্তরাষ্ট্র।...
লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির চাঁদরাত মেলা যেমন ছিল
শামসুল আরিফীন বাবলু রোজা শেষে ঈদ’কে স্বাগত জানাতে লস এঞ্জেলেসে লিটিল বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে চাঁদরাত উপলক্ষ্যে এক ঈদ মেলার আয়োজন...
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...