Read Time:1 Minute, 41 Second

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার-ই-শরীফ শহরে কয়েকশ মার্কিন নাগরিককে আটকে রেখেছে তালেবান। এমন তথ্য জানিয়েছেন, আমেরিকার রিপাবলিকান দলের কংগ্রেসম্যান মাইকেল ম্যাককাউল। ৬টি বিমানে করে এসব মার্কিন নাগরিককে আমেরিকায় ফিরিয়ে আনার কথা থাকলেও বিমানগুলোকে ওড়ার অনুমতি দেয়নি তালেবান।

ম্যাককাউল বলেন, গত কয়েকদিন ধরে এসব বিমানকে আটকে রেখেছে তালেবান। মার্কিন নাগরিকদের পাশাপাশি বেশকিছু আফগান নাগরিকও রয়েছেন যাদেরকে উদ্ধার করে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে ম্যাককাউল জানান, কিছু দাবি পূরণের জন্য এসব মার্কিন নাগরিককে পণবন্দি করে রেখেছে তালেবান। তবে কোন কোন দাবিতে তালেবান মার্কিন নাগরিকদের পণবন্দি করেছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি।

ম্যাককাউল দাবি করেন, আমেরিকার সঙ্গে কিছু বিনিময় করতে চায় তালেবান এবং সেই বিনিময় হচ্ছে আমেরিকার স্বীকৃতি। তালেবানকে আমেরিকা স্বীকৃতি না দেয়া পর্যন্ত মার্কিন নাগরিকদের মুক্তি দেবে না তারা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘ভবিষ্যতে মার্কিন সেনারা আবারও আফগানিস্তানে ফিরবে’
Next post সাকিবের জন্য যুক্তরাষ্ট্রে বসে শিশিরের আকুতি
Close