বাংলাদেশি আমেরিকান অর্থনীতিবিদ ড. নজরুল ইসলামকে জাতিসংঘের উন্নয়ন গবেষণা সেলের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সংস্থাটি। গত ২৩ আগস্ট জাতিসংঘের তরফে এই সংবাদ দেওয়া হয়। এই গবেষণা সেলের দায়িত্ব হচ্ছে, উদ্ভূত পরিস্থিতির আলোকে দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত দেশ এবং বিশেষ পরিস্থিতিতে নিপতিত দেশসমূহের অর্থনীতিকে সোজা করার সুনির্দিষ্ট পরামর্শ প্রদান করা।
২০৩০ সালের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পরিপূরক যাবতীয় (অর্থনৈতিক) পরিকল্পনা ইকসকের কাছে পেশ করারও মূল দায়িত্বটিও বিশ্ববরেণ্য এই বাঙালির ওপর অর্পিত হলো। এর মধ্য দিয়ে বিশ্ব সংস্থায় বাঙালির মেধার আরেক দফা মূল্যায়ন ঘটলো বলে প্রবাসীরা মনে করছেন।
উল্লেখ্য ড. নজরুল হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি অর্জন করেন। আর মস্কো স্টেট ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে এমএসসি করেছেন। তিনি অধ্যাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড, এ্যামরয়, কিয়োশো ইউনিভার্সিটি ছাড়াও সেন্ট জোন্স ইউনিভার্সিটিতেও। এরপর ড. নজরুল ২০০৬ সালে জাতিসংঘে যোগদান করেন অর্থনীতিবিদ হিসেবে।
উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বের যেসব দেশে অর্থনৈতিক দুর্যোগ নামে সেসব এলাকায় কীভাবে আর্থিক পরিস্থিতির উন্নয়ন ঘটানো যায়-তা নিয়ে গবেষণামূলক রিপোর্ট তৈরির মধ্যদিয়ে জাতিসংঘের ‘ডেভেলপমেন্ট রিসার্চ ব্রাঞ্চ’র গুরুত্ব এবং গ্রহণযোগ্যতাকে বৃদ্ধি করেছেন। অর্থাৎ জাতিসংঘের মানবিক কল্যাণমূলক কাজে এই সংস্থার গুরুত্ব অপরিহার্য হয়ে উঠেছে ড. নজরুলের কাজের মাধ্যমে। তারই স্বীকৃতি পেলেন নয়া এই দায়িত্বে অধিষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে।
ড. নজরুলের কমপক্ষে ২০টি বই প্রকাশিত হয়েছে মানবিকতার আলোকে অর্থনৈতিক সমৃদ্ধির পথে ধাবিত হবার দিক-নির্দেশনাসহ। ১৯৯৮ সালে তারই নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘বেন’ (বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক)। এর ধারাবাহিকতায় ২০০০ সালে ‘বাংলাদেশ পরিবেশ আন্দোলন’ তথা বাপা যাত্রা শুরু করেছে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে।
দীর্ঘ দেড় দশকে বিভিন্ন দেশের অর্থনৈতিক উন্নয়নসহ মানবিক উৎকর্ষ সাধনে গবেষণামূলক রিপোর্ট উপস্থাপনের মধ্যদিয়ে বিশ্ব সম্প্রদায়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছেন ড. নজরুল। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের আলোকেও বেশ কটি বই প্রকাশ করেছেন তিনি। যেগুলোতে গঠনমূলক আলোচনা পর্যালোচনা রয়েছে উন্নয়ন-সমস্যা-সম্ভাবনার ব্যাপারে।
More Stories
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে এক মাসে এতো রেমিট্যান্স এসেছে
সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক মাসে রেমিট্যান্স এসেছে। গত মার্চ মাসে রেমিট্যান্স এসেছে তিন বিলিয়ন (৩০০ কোটি)...
মিয়ানমারে বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন : রাষ্ট্রদূত
মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা নিরাপদ রয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ...
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া’র ইফতার
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক যুক্তরাস্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল...
ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা, আটক ১৫ বাংলাদেশি
ক্রিকেটার সেজে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ১৫ বাংলাদেশিকে আটক করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) তাদের আটক...
কানাডায় পালিয়ে গিয়ে কূটনীতিকের বিস্ফোরক মন্তব্য, যা বললো পররাষ্ট্র মন্ত্রণালয়
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করেছেন। কানাডায় পালিয়ে গিয়ে বাংলাদেশি রাষ্ট্রদূত হারুন-আল...
ফের লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা
বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে, এখন থেকে ফের...