জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নিউইয়র্ক ব্লাড সেন্টার যৌথভাবে ২০ অগাস্ট শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুইন্স মলে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করে। অর্ধ শতাধিক আমেরিকান রক্ত দান করেন। এরমধ্যে নিউইয়র্কের স্টেট সিনেটর জন ল্যু-ও ছিলেন।
উল্লেখ্য, এই কর্মসূচির উদ্বোধনকালে প্রদত্ত বক্তব্যে সিনেটর জন ল্যু বছর দুয়েক আগে ঢাকা সফরের কথা স্মরণ করেন এবং বলেন যে, তিনি স্বচক্ষে ধানমন্ডির ৩২ নম্বরের দেয়ালে ঘাতকের বুলেটের চিহ্ন দেখেছেন এবং আজকের এইদিনে তিনি সেই স্মৃতি স্মরণ করছেন। ঘাতকদের নিন্দা জানান এবং বাঙালির মুক্তিদাতাই শুধু নন, বিশ্বের নিপিড়িত-বঞ্চিত মানুষের কল্যাণে নিবেদিত একজন রাজনীতিক ছিলেন বঙ্গবন্ধু।
সিনেটর ল্যু বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর পাশাপাশি এই মহান নেতার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই রক্তদান কর্মসূচির তাৎপর্য অপরিসীম। বিশেষ করে করোনা মহামারিতে এই নিউইয়র্ক সিটিতে বাংলাদেশিরাও যেমন ভিকটিম হয়েছেন, একইভাবে বাংলাদেশও এখন জর্জরিত। তাই মানবতার সামগ্রিক কল্যাণে এই রক্তদানের আয়োজনটি আমাকেও অভিভূত করেছে। এরপরই সিনেটর জন ল্যু ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন। তিনি কনসাল জেনারেলকে এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদও জ্ঞাপন করেন। সে সময় যারা রক্ত দিচ্ছিলেন তাদের সাথে জন ল্যু কথা বলেন এবং উৎসাহিত করেন।
সিনেটর (ডেমক্র্যাট) জন ল্যু-কে পাশে নিয়ে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন। সংক্ষিপ্ত এ অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা, তাঁর পরিবারের শহীদ সদস্য ও শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে তাঁদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধার সন্তান ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসানের নেতৃত্বে।
কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর বক্তব্যে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। জাতির পিতার মানবতার আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁর জন্মশতবার্ষিকী ও ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে নিউইয়র্কে করোনাজনিত কারণে রক্তের চরম সংকটকালে নিউইয়র্ক ব্লাডসেন্টারের সহযোগিতায় কনস্যুলেট এই কর্মসূচীর আয়োজন করে। রক্তদান কর্মসূচি সফল করার জন্য তিনি সহযোগি নিউইয়র্ক ব্লাডসেন্টার, সিনেটর জন ল্যু, সকল রক্তদাতা ও কমিউনিটি সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানও এমন আয়োজনের জন্যে কন্সাল জেনারেলকে ধন্যবাদ জানান।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীতে সিনেটর জন ল্যু, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশি কমিউনিটিসহ অনেক বিদেশী অংশগ্রহণ করেন এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্বন্ধে জানেন। কনস্যুলেট কর্তৃক প্রত্যেক রক্তদাতাকে রক্তদানের জন্য প্রশংসাপত্র প্রদান করা হয়।
উল্লেখ্য, করোনা মহামারীর কারণে নিউইয়র্ক ও এর পার্শ্ববর্তী এলাকায় রক্তের বর্তমানে বিপুল সংকট রয়েছে। রক্তের এই সংকট নিরসনে কনস্যুলেট নিউইয়কর্ ব্লাড সেন্টারের সহযোগিতায় এই তাৎপর্যপূর্ণ আগস্ট মাসে রক্তদান কর্মসূচীর উদ্যোগ নেয়। রক্তদাতাগণের মধ্যে যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা ইফজাল চৌধুরীও ছিলেন।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...