সৌদি আরবে মাইক্রোবাস দুর্ঘটনায় হবিগঞ্জের তিন যুবক নিহত হয়েছেন। দেশটির তাবুক শহরে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে এক বাংলাদেশি সৌদির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
নিহত তিনজন হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে বাজিদ মিয়া (৪০), একই গ্রামের উস্তার মিয়ার ছেলে আনহার মিয়া (২৪) ও সদর উপজেলার লুকড়া গ্রামের সালাউদ্দিন (২৪)। দুর্ঘটনায় গুরুতর আহত বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের তাইদুল ইসলামকে আইসিইউতে নেওয়া হয়েছে।
নিহতদের পারিবার সূত্র জানায়, তিন বছর আগে বাজিদ মিয়া সৌদি আরবে যান। সৌদির তাবুক শহরে তিনি শ্রমিকের কাজ করছিলেন। অপরদিকে ছয় মাস আগে একই গ্রামের আনহার মিয়া সৌদিতে যান। সেখানে গিয়ে তিনিও বাজিদের সঙ্গে তাবুক শহরে অবস্থান নেন। প্রতিদিনের মতো তাঁরা দুজনসহ মোট ১১ জন মঙ্গলবার সকালে কর্মস্থলে যান। দিনভর কাজ শেষে সন্ধ্যার দিকে তাঁরা একটি মাইক্রোবাসে করে বাসায় ফিরছিলেন। গাড়ি চালানো অবস্থায় চালক মোবাইলে কথা বলছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে আনহার মিয়া, সালাউদ্দিন ও গাড়ির চালকসহ তাদের পাঁচ সহকর্মী নিহত হন। এ সময় বাজিদসহ গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে বাজিদ মিয়া মারা যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গ্রামের বাতাস। নিমিষেই ভেঙে গেছে এসব পরিবারের দীর্ঘদিনের লালিত স্বপ্ন।
নিহত আনহারের চাচাত ভাই লকুজ মিয়া বলেন, ‘জমি বিক্রি ও ইজারা দিয়ে আনহারকে সৌদিতে পাঠানো হয়েছিল। কিন্তু দুর্ঘটনায় আমরা তাঁকে হারালাম। এখন আনহারের পরিবারটি কিভাবে পাওনাদারের টাকা পরিশোধ করবে বুঝতে পারছি না।’
লকুজ মিয়া বলেন, ‘গতকাল সকালে আনহার ও বাজিদ মিয়া সেখানকার এক কৃষি ক্ষেতে কাজে যান। কাজের সময় আনহার বাগান থেকে ছবি তুলে ইমোর মাধ্যমে বাড়ির স্বজনদের পাঠান। রাতেই তাঁর মৃত্যুর সংবাদ পাই। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে আনহারের মা-বাবা কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন। নিহতদের লাশ সরকারি খরচে দেশে আনার দাবি জানাচ্ছি।’
মক্রমপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির রেজা বলেন, ‘সৌদি আরবে গ্রামের অনেক লোকজন রয়েছে। সেখানের উপার্জিত টাকায় অনেকের পরিবারই দেশে সুখের জীবন কাটাচ্ছেন। পরিবারের সুখের জন্য বাজিদ মিয়া ও আনহার মিয়া সৌদিতে যান। সেখানে তাঁরা দুর্ঘটনায় মারা গেলেন। তাঁদের মৃত্যুতে আমরা শোকাহত। লাশগুলো সরকারি ব্যবস্থাপনায় দেশে আনার জন্য দাবি জানাচ্ছি।’
মক্রমপুর গ্রামের বাসিন্দা হাফেজ রশিদ আহমেদ বলেন, ‘বুধবার বিকেলে তাদের মৃত্যুর সংবাদ পেয়েছি। বাজিদ মিয়ার চারজন সন্তান রয়েছে। এখন তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সরকারি খরচে যেন তাদের লাশগুলো দেশে আনা হয় সেই দাবি জানাচ্ছি।’
নিহত সালাহ উদ্দিনের আত্মীয় লুকড়া গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আব্দুজ জাহির বলেন, ‘সালাহ উদ্দিন চার বছর আগে সৌদিতে যান। সেখানে দুই বছর থাকার পর ভিসার মেয়াদ শেষ হয়। করোনার কারণে ভিসার মেয়াদ বাড়াতে না পারায় অনেকটা অবৈধভাবেই সালাউদ্দিন সেখানে শ্রমিকের কাজ করছিলেন।’
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...