Read Time:2 Minute, 3 Second

ইস্ট লন্ডনের একটি পার্কে ২৩ বছর আগের ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছেন এক বাংলাদেশি নাগরিক। সোমবার তাকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

লন্ডনের স্থানীয় গণমাধ্যম মাইলন্ডন নিউজে বুধবার বলা হয়েছে, ১৯৯৭ সালের ১৭ অক্টোবর গুলজার হুসেইন নামের ১৭ বছর বয়সী এক কিশোর তার বন্ধুকে নিয়ে ৩২ বছর বয়সী এক কর্মজীবী নারীকে কিং এডওয়ার্ড মেমোরিয়াল পার্কে ধর্ষণ করেন। গুলজারের বয়স এখন ৪০ বছর।

আরেক অভিযুক্ত ২০০৭ সালে ধরা পড়লেও গুলজারের অপরাধ প্রমাণিত হল এতদিন পর। সোমবার স্নেয়ার্সব্রুক ক্রাউন কোর্টে তাকে হাজির করা হয়।

আদালত সূত্রের উদ্ধৃতি দিয়ে মাইলন্ডন নিউজ জানিয়েছে, ভুক্তভোগী নারী কাজের শেষে একটি পাবে যান সহকর্মীদের সঙ্গে। সেদিন রাত আটটার আগে পাব থেকে বেরিয়ে ট্যাক্সি খুঁজতে থাকেন। সেখানে গুলজার এবং তার বন্ধুর সঙ্গে দেখা হয়। এই দুই অপরাধী ট্যাক্সি খুঁজে দেয়ার কথা বলে ওই নারীকে পার্কের দিকে নিয়ে ধর্ষণ করেন।

ওই সময় ফরেনসিক রিপোর্টের মাধ্যমে গুলজারকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

মামলাটি ২০০৭ সালে আবার চালু হয়। তখন নুর হুসেইন নামের আরেক অপরাধী ধরা পড়লেও গুলজার অন্ধকারেই থেকে যান।

২০১৬ সালে নুর পুলিশকে গুলজারের বিষয়ে অবহিত করেন। তখন আবার ডিএনএ বিশ্লেষণ করা হয়। এরপর ২০১৭ সালে তাকে গ্রেপ্তারের পর অভিযুক্ত করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৩০,১৭৭ মার্কিন সেনার আত্মহত্যার পর আফগানিস্তান থেকে পিছু হটল যুক্তরাষ্ট্র
Next post নয়াদিল্লীতে বাংলাদেশ হাই কমিশনে শেখ কামালের জন্মদিন পালিত
Close