Read Time:1 Minute, 48 Second

ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বাড়ায় করোনা মহামারির চতুর্থ ঢেউ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের ২২টি দেশের মধ্যে ১৫টিতেই উচ্চ সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘ডেল্টা ভ্যারিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে সংক্রমণ বাড়াচ্ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলছে।’

সংস্থার পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের পরিচালক আহমেদ আল-মান্দারি বলেছেন, ‘নতুন শনাক্ত ও হাসপাতালে যাওয়া রোগীদের অধিকাংশই টিকান না নেওয়া ব্যক্তি। আমরা এখন এই অঞ্চলে কোভিড-১৯ এর চতুর্থ ঢেউয়ে আছি।’

জুলাইয়ের শেষ সপ্তাহে দেওয়া তথ্য অনুযায়ী, এই অঞ্চলের চার কোটি ১০ লাখ বা ৫ দশমিক ৫ শতাংশ মানুষ পুরোপুরি টিকা পেয়েছে। অথচ সংক্রমণ বেড়ে ৫৫ শতাংশ এবং মৃত্যু বেড়েছে ১৫ শতাংশ।

এই অঞ্চলের দেশগুলোর মধ্যে তিউনিসিয়ায় করোনার সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। দেশটিতে অক্সিজেন ও ইনটেনসিভ কেয়ার ইউনিটে বেড সংকট দেখা দিয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বেইন’র প্রতিষ্ঠাতা খোরশেদ আলমের মৃত্যুতে নিউ ইংল্যান্ড প্রবাসীদের শোক
Next post সরকার বাংলাদেশকে দুর্নীতিতে ‘পরিপূর্ণ’ করে ফেলেছে : ফখরুল
Close