যুক্তরাজ্যের বেকটনে গত বছরের মার্চে ১৬ বছরের ব্রিটিশ বাংলাদেশি কিশোর শাহনুর আহমেদকে হত্যা করা হয়। চাঞ্চল্যকর সেই হত্যাকেণ্ডে সম্প্রতি ছয় জনকে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাজ্যের আদালত।
শাহনুর হত্যাকাণ্ডের প্রধান আসামি ১৮ বছরের ইগনাস স্টরিলাকে ১৭ বছরের জেল দিয়েছেন আদালত। এছাড়া ১৮ বছরের সাদিক আবু বকর ও ১৯ বছরের ইউসুফ জান্নেহকে ১৫ মাস, ১৮ বছরের নিক জানারোসকাসকে ১ বছর, ১৯ বছরের ইব্রাহীম খামিসকে ১৪ মাস ও ১৯ বছরের মাইকেল ম্যান্ডসকে ১১ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঘটনাটি সম্পর্কে আদালত থেকে বলা হয়েছে, গতবছর মার্চে পূর্ব লন্ডনের বেকটন এলাকার গ্যালিয়ান রিচ ডিএলআর স্টেশনে একজন কিশোরের মরদেহ দেখতে পান একজন বাস চালক। আর এই মৃতদেহটি ছিলো ব্রিটিশ বাংলাদেশি কিশোর শাহনুরের। পুলিশ মরদেহ উদ্ধারের পর দ্রুত তদন্তে নামেন। এতে দুই কিশোর গ্রুপের সহিংসতার সঙ্গে শাহনুর হত্যার যোগসূত্র খুঁজে পান তদন্তকারীরা। সেখানে একটি সিসিটিভি ফুটেজেরও সন্ধান পান তারা। যেখানে দেখা যায় পাঁচজন মিলে একজন কিশোরকে মারধর করছে। মারধরের ফুটেজটি ৩ মার্চ বিকেল ৪টা ৫৫মিনিটের। একই দিন রাত ৮টার দিকে দুই গ্রপের সদস্যদের গ্যালিয়ন রিচ ডিএলআর স্টেশনে দেখেন একজন বাস চালক। বাসের বাইরের ক্যামেরার ফুটেজে দেখা যায় ছয় জন মিলে অন্য এক কিশোর গ্রুপকে ধাওয়া করছে। ওই গ্রুপে শাহনুরও ছিলো।
ফুটেজে আরও দেখা যায়, শাহনুরকে তাড়া করার সময় প্রধান আসামি স্টরিলার হাতে ছুরি ছিলো।
পুলিশের তদন্তে জানা যায়, কাছে রাখা একটি সাইকেল থেকে প্যাডল খুলে নিয়ে সেটি দিয়েই শাহনুরকে নির্যাতন করা হয়। আর মাথায় আঘাতের কারনে শাহনুরের মৃত্যু হয়েছে বলে তদন্তে বেরিয়ে আসে।
বিষয়টি নিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা লরেন্স স্মিথ বলেন, হত্যার সময় শাহনুরের বয়স ছিলো ১৬ বছর। তার পুরো জীবন বাকি ছিলো। কিশোরদের নৃশংসতায় শাহনূরের সব সম্ভাবনা মাটিতে মিশে গেছে। দুই গ্রুপের চলমান দ্বন্দ্বে এই দু:খজনক ঘটনা ঘটে। যা একটি পরিবারকে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে। তাদের এই ক্ষতিপূরণ হবে না।
উল্লেখ্য, শাহনূরের বাংলাদেশে বাড়ি হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরী উপজেলায়।
More Stories
বাণিজ্য যুদ্ধ শেষ করতে চীনের সঙ্গে চুক্তি করতে চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চীনের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ শেষ করতে চুক্তি করতে আগ্রহী। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এমন...
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...
৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭...
‘রমজান মুবারক’, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব: ট্রাম্প
সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (২৭...
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম...