চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণে পৃথিবীর হাল হকিকত ভালো নেই। পূর্ব এশিয়া থেকে শুরু হয়ে সারা বিশ্বে ভাইরাসটির সংক্রমণে লাখ লাখ লোকের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে কয়েক কোটি মানুষ। কয়েকটি দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ শেষ হয়ে তৃতীয়টির সম্মুখীন। কোনোটিতে আবার তৃতীয় ঢেউ চলমান। দক্ষিণ এশিয়ার দেশ ভারত করোনার প্রথম ঢেউ মোকাবিলা করতে পারলেও দ্বিতীয়টিতে নাকাল হয়ে পড়ে। এমনও দিন গেছে, দেশটিতে প্রায় পাঁচ হাজারে লোকের মৃত্যু হয়েছে। আক্রান্তের শনাক্তও ছিল দৈনিক প্রায় তিন লাখের মতো। ধীরে ধীরে দেশটিতে আক্রান্ত ও মৃত্যু কমে আসতে শুরু করে। তবে, এখনও বিপদের বাইরে নয় দেশটির অবস্থান। ১৩৯ কোটি মানুষের দেশটিতে করোনার তৃতীয় ঢেউ ‘অনিবার্য’ বলে বার্তা দিয়েছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এ পরিস্থিতিতে নাগরিকদের সাবধান হতে বলল সংগঠনটি।
গবেষক-চিকিৎসকদের দাবির সমর্থনে গতকাল সোমবার এ বার্তা দেয় আইএমএ। এক প্রেস বিবৃতির মাধ্যমে সংগঠনটি বলেছে, গোটা বিশ্বের পরিস্থিতি এবং মহামারির ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে, কোভিডের তৃতীয় ঢেউ অনিবার্য। কেউ তা আটকাতে পারবে না। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এমন ছবি উঠে এসেছে, যাতে দেখা যাচ্ছে, কোভিড বিধি না মেনেই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ। সে ব্যাপারে কোনোরকম সরকারি পদক্ষেপ নেই।
ভারতে করোনাবিধি শিথিল হতেই একাধিক পর্যটনস্থলে পর্যটকদের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা গেছে। সেই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে আইএমএ। সংগঠনটি তাদের বিবৃতিতে আরও বলেছে , দেশে ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা, ধর্মীয় সমাবেশ জরুরি। তবে, এসবের জন্য আরও কয়েকটি মাস অপেক্ষা করাই যায়। এখন এসব বন্ধ করুন। টিকাকরণ ছাড়া জনসমাবেশে অনুমতি দেওয়া হলে, তা তৃতীয় ঢেউকে নিশ্চিতভাবে ত্বরাণ্বিত করবে। আগামী দু-তিন মাসের মধ্যেই তা আছড়ে পড়বে। এই সময়ে আমাদের আরও সচেতন হওয়া জরুরি।
উল্লেখ্য, মঙ্গলবার ভারতে করোনায় এক হাজার ৭৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তর সংখ্যা ৩৩ হাজার ৫০। সুস্থ হয়েছেন ৮ হাজার ৩২৫ জন। শুধু মহারাষ্ট্রেই মারা গেছেন ৪৩২ জন। গুজরাটে মৃতের সংখ্যা বেড়ে ১৯৭ ও দিল্লিতে ৫৬। অন্যান্য রাজ্যগুলোতেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।
More Stories
দেশে এতোদিন বিনিয়োগের অনুকূল পরিবেশ ছিল না: প্রধান উপদেষ্টা
বিদেশি বিনিয়োগের জন্য দেশে আগে কখনো এত অনুকূল পরিবেশ ছিল না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।...
নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি, মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশ এখন ‘আর্টেমিস অ্যাকর্ডস’র ৫৪তম স্বাক্ষরকারী দেশ, যা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে শান্তিপূর্ণ ও অসামরিক মহাকাশ অনুসন্ধানকে উৎসাহিত...
নববর্ষের র্যালির জন্য তৈরি হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’
নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে পতিত স্বৈরাচারের প্রতিকৃতি। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি।...
প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন পিটার হাস
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্রাটেজিক উপদেষ্টা পিটার হাস আজ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের...
বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি
পাঁচটি বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ইতোমধ্যে বাংলাদেশে ৩০ কোটি ডলার বিনিয়োগ করেছে। সংস্থাটি আরও...
রিউমর স্ক্যানারের প্রতিবেদন: ড. ইউনূসকে জড়িয়ে সংঘবদ্ধ অপপ্রচার
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হাজার হাজার মানুষের মৃত্যুর ঘটনা সে...