যুক্তরাষ্ট্রের গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত ৩৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৪৬৫ টি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
সিডিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন ১৮ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ৮০ জন প্রাপ্তবয়স্ক এবং টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন ১৫ কোটি ১৯ লাখ ৮ হাজার ১৭১ জন।
করোনাভাইরাসের পরিবর্তিত ধরন ডেল্টা দিনকে দিন বিশ্বের বিভিন্ন দেশে মহামারির প্রধান কারণ হয়ে উঠছে। সেই তালিকায় এবার যোগ হলো যুক্তরাষ্ট্রের নাম।
সিডিসির সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনায় আক্রান্ত নতুন রোগীদের মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশই ডেল্টায় আক্রান্ত এবং এই হার দিন দিন বাড়ছে।
জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশের সবগুলো অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতির ওপর একটি জরিপ চালিয়েছে সিডিসি। সেই জরিপেই এই তথ্য উঠেছে। সেখানে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যের সবগুলোতে ডেল্টায় আক্রান্ত রোগী আছেন।
এছাড়া দেশটিতে করোনার পরিবর্তিত ধরন আলফায় আক্রান্ত রোগীও আছেন উল্লেখযোগ্য পরিমাণে। সিডিসির জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ২৮ দশমিক ৭ শতাংশ ডেল্টায় আক্রান্ত।
২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে প্রথম শনাক্ত হয় করোনার পরিবর্তিত ধরন ডেল্টা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূল করোনাভাইরাস এবং এর অন্যান্য পরিবর্তিত ধরনগুলোর তুলনায় ডেল্টার সংক্রমণ ক্ষমতা অন্তত ৪০ শতাংশ বেশি এবং করোনাভাইরাসের এই পরিবর্তিত ধরনটিতে আক্রান্ত হলে টিকা না নেওয়া রোগীদের মৃত্যুঝুঁকিও তুলনামূলকভাবে অনেক বেশি থাকে।
গবেষণায় দেখা গেছে, ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার করোনা টিকা ডেল্টার বিরুদ্ধে বেশ কার্যকর। এই টিকাসমূহের অভ্যন্তরীণ উপদান মানবদেহে ডেল্টা ধরনকে নিষ্ক্রিয় করতে মানবদেহে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরিতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিত দেশের জনগণকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়ে যাচ্ছেন। মঙ্গলবারও এক ভাষণে তিনি বলেছেন, ডেল্টা ধরনের ছড়িয়ে পড়া রোধে সবচেয়ে কার্যকর উপায় টিকা নেওয়া।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশটির মোট প্রাপ্তবয়স্কদের ৪৬ শতাংশকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
More Stories
বন্ধুত্ব টেকেনি মোদির, ভারতের ওপর শতভাগ শুল্ক আরোপ করছেন ট্রাম্প
বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে থাকেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তাঁর বন্ধু। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিনেতা মোদি, তাঁর নেতাকর্মী...
ট্রাম্প-নীতির তীব্র নিন্দা জানিয়ে যা বললেন হিলারি
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘বোকামিপূর্ণ ক্ষমতা’ প্রদর্শন নীতির কঠোর সমালোচনা করেছেন। সম্প্রতি দ্য নিউ ইয়র্ক...
৩০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে প্রতিবাদে অংশ নেওয়ায় প্রায় তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭...
‘রমজান মুবারক’, যতদিন প্রেসিডেন্ট আছি আপনাদের পাশে থাকব: ট্রাম্প
সারা বিশ্বের মুসলমানদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে বৃহস্পতিবার (২৭...
ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন সংস্থার
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম...
ড. ইউনূসের সঙ্গে ফোনে কথা বললেন ইলন মাস্ক, পাশেই ছিলেন ট্রাম্প
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনাঢ্য ব্যবসায়ী ও এক্স (সাবেক টুইটার) এর মালিক ইলন...