যুক্তরাষ্ট্রের গণটিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত ৩৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৪৬৫ টি করোনা টিকার ডোজ ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
সিডিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা টিকার অন্তত একটি ডোজ নিয়েছেন ১৮ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ৮০ জন প্রাপ্তবয়স্ক এবং টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন ১৫ কোটি ১৯ লাখ ৮ হাজার ১৭১ জন।
করোনাভাইরাসের পরিবর্তিত ধরন ডেল্টা দিনকে দিন বিশ্বের বিভিন্ন দেশে মহামারির প্রধান কারণ হয়ে উঠছে। সেই তালিকায় এবার যোগ হলো যুক্তরাষ্ট্রের নাম।
সিডিসির সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনায় আক্রান্ত নতুন রোগীদের মধ্যে ৫১ দশমিক ৭ শতাংশই ডেল্টায় আক্রান্ত এবং এই হার দিন দিন বাড়ছে।
জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশের সবগুলো অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতির ওপর একটি জরিপ চালিয়েছে সিডিসি। সেই জরিপেই এই তথ্য উঠেছে। সেখানে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫০ টি অঙ্গরাজ্যের সবগুলোতে ডেল্টায় আক্রান্ত রোগী আছেন।
এছাড়া দেশটিতে করোনার পরিবর্তিত ধরন আলফায় আক্রান্ত রোগীও আছেন উল্লেখযোগ্য পরিমাণে। সিডিসির জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নতুন আক্রান্ত রোগীদের মধ্যে ২৮ দশমিক ৭ শতাংশ ডেল্টায় আক্রান্ত।
২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে প্রথম শনাক্ত হয় করোনার পরিবর্তিত ধরন ডেল্টা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মূল করোনাভাইরাস এবং এর অন্যান্য পরিবর্তিত ধরনগুলোর তুলনায় ডেল্টার সংক্রমণ ক্ষমতা অন্তত ৪০ শতাংশ বেশি এবং করোনাভাইরাসের এই পরিবর্তিত ধরনটিতে আক্রান্ত হলে টিকা না নেওয়া রোগীদের মৃত্যুঝুঁকিও তুলনামূলকভাবে অনেক বেশি থাকে।
গবেষণায় দেখা গেছে, ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার করোনা টিকা ডেল্টার বিরুদ্ধে বেশ কার্যকর। এই টিকাসমূহের অভ্যন্তরীণ উপদান মানবদেহে ডেল্টা ধরনকে নিষ্ক্রিয় করতে মানবদেহে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরিতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিয়মিত দেশের জনগণকে টিকা নেওয়ার ব্যাপারে উৎসাহ দিয়ে যাচ্ছেন। মঙ্গলবারও এক ভাষণে তিনি বলেছেন, ডেল্টা ধরনের ছড়িয়ে পড়া রোধে সবচেয়ে কার্যকর উপায় টিকা নেওয়া।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশটির মোট প্রাপ্তবয়স্কদের ৪৬ শতাংশকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
