Read Time:2 Minute, 51 Second

ফিলিস্তিনিদের নিয়ে বিতর্কিত আইন পাসে ব্যর্থ হয়েছেন ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। মঙ্গলবার ইসরাইলের পার্লামেন্টে ফিলিস্তিনবিরোধী আইন পাস করতে গিয়ে তারা এ ব্যর্থতার সম্মুখীন হন।

ইসরাইলের বর্তমান সরকার প্রথমবারের মতো পার্লামেন্টে এমন শোচনীয় পরাজয়ের সম্মুখীন হলো।

পশ্চিম তীর ও গাজায় বসবাসকারী ফিলিস্তিনিরা যদি ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের বিয়ে করে, তাহলে ওই গাজা বা পশ্চিম তীরের ফিলিস্তিনিকে ইসরাইলে নাগরিকত্ব বা বসবাসের অধিকার দেয়া হবে না। এমন ধরনের একটি ফিলিস্তিনবিরোধী আইন পাস করতে চেয়েছিল ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল। কিন্তু এ আইনটি ইসরাইলের পার্লামেন্টে (নেসেট) পাস করা যায়নি। ফলে এ বিতর্কিত আইনটি পুনরায় চালু করতে ব্যর্থ হয়েছে বেনেটের নেতৃত্বাধীন নতুন সরকার।

এটা ছিল ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের প্রথম রাজনৈতিক পরীক্ষা। তিনি প্রায় এক মাস ধরে একটি দুর্বল কোয়ালিশন সরকারকে নেতৃত্ব দিচ্ছেন। এ কোয়ালিশন সরকারে বিভিন্ন দলের সমন্বয় সাধন করা হয়েছে। এ দলটিতে বামপন্থী, মধ্যপন্থী ও ফিলিস্তিনিদের তথা মুসলিমদের দল আছে। এছাড়া রয়েছে নাফতালি বেনেটের অতি জাতীয়তাবাদী দল।

তথাকথিত নাগরিকত্ব ও ইসরাইলের প্রবেশ সংক্রান্ত এ আইনকে আরো শক্তিশালী করে প্রণয়ন করতে গিয়ে ব্যর্থ হয়েছে ইসরাইলের ওই আট দলের বর্তমান কোয়ালিশন সরকার। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা লাভে ইসরাইলের বর্তমান কোয়ালিশন সরকারের ব্যর্থতা তাদের জোটের মধ্যেকার ভঙ্গুরতা ও অস্থিরতাকে প্রকট করে তুলেছে।

ইসরাইলের পার্লামেন্টে দ্য ফিলিস্তিনিয়ান জয়েন্ট লিস্ট পার্টির (ইসরাইলি ফিলিস্তিনিদের একটি দল) নেতা সামি আবু সাহাদেহ বলেন, এ আইন পাস না হওয়াটা হাজার হাজার ফিলিস্তিনি পরিবারের জন্য বিজয়।

সূত্র : আল-জাজিরা

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করলেন ইফাদ প্রেসিডেন্ট
Next post ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান শতরুপা বড়ুয়া
Close