Read Time:2 Minute, 21 Second

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে ৩০০শ’ কেজি হাড়িভাঙ্গা আম পৌঁছাল ত্রিপুরায়। রোববার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে উপহারের আম আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এসময় দুই দেশের (আখাউড়া-আগরতলা) নোম্যান্সল্যান্ডে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারের আম গ্রহণ করেন ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার জোবায়েদ হোসেন এবং আগরতলা ইন্ট্রিগ্রেটেট চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী।

অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট জয়দেব মুখার্জি, আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, আখাউড়া কাষ্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, ইন্সপেক্টর ফারুক হোসেন, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ, স্থলবন্দরের বিজিবি কমান্ডার আব্দুর রহমানসহ দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহারের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো সুদৃঢ হলো। প্রধানমন্ত্রীর উপহারের আম হস্তান্তরের সময় নোম্যান্সল্যান্ডে ব্রাহ্মণবাড়িয়া জেলা কিংবা আখাউড়া উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ভ্যাকসিন নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে : ওবায়দুল কাদের
Next post পর্তুগালে সড়ক দুঘটনায় কোমায় সিলেটের মিজান
Close