Read Time:2 Minute, 55 Second

অস্ট্রেলিয়ার সিডনি শহরের রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট (নং ৯৬৭৫) অন্তর্ভুক্ত রোটারি ক্লাব অব ইংগেলবার্ন-এর সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারিয়ান সৈয়দ আকরাম উল্লাহ।

আকরাম উল্লাহ হচ্ছেন প্রথম বাংলাদেশি যিনি অস্ট্রেলিয়ার কোন রোটারি ক্লাবের সভাপতি হলেন। পেশাগত ভাবে তিনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। আমেরিকার সিকাগো শহরে ১৯০৫ সালে মানবতার সেবার ব্রত নিয়ে রোটারির যাত্রা শুরু।

বর্তমানে দুইশতের মত দেশে বত্রিশ হাজার রোটারি ক্লাব মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। রোটারি ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকে বিভিন্ন মানবতার সেবামূলক প্রকল্পে আজ পর্যন্ত প্রায় চার বিলিয়ন ডলারের উপর অর্থায়ন করেছে।
এর মধ্যে পৃথিবী থেকে সফলতার সাথে পোলিও দূরীকরণ অন্যতম। ডেনহাম কোর্টস্থ অট্টিমো হাউসে গত ২২ শে জুন ২০২১ তারিখে কোভিড-১৯ বিধিনিষেধ মেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী সভাপতি রোটারিয়ান গেইল টেইলর নব-নির্বাচিত প্রেসিডেন্ট আকরাম উল্লাহকে প্রেসিডেন্ট কলার পরিয়ে স্বাগত জানান এবং ২০২১-২২ সনের ক্লাব পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন।

রোটারিয়ান আকরাম দায়িত্বভার গ্রহণ করেই তাকে এই গুরু দায়িত্বে নির্বাচিত করার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করে ক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তার বছরে ক্লাবের উদ্দেশ্য আদর্শ সমুন্নত রেখে মানবতার সেবায় কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভার্নর বিল সল্টার, ইংগেলবার্ণ আরএসএল ক্লাবের পরিচালক জেসন এলস্মর, স্থানীয় কাউন্সিলর মাসুদ চেীধুরী, জন্মভূমি টেলিভিশন এর চেয়ারম্যান আবু আরেফিন ও প্রধান নির্বাহী রাহেলা আরেফিন এবং বিশিষ্ট ব্যবসায়ি টেলিঅস এর প্রধান নির্বাহী জাহাঙ্গীর আলম।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতকে বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার ধন্যবাদ জ্ঞাপন
Next post মেক্সিকোয় নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম
Close