গত বছর বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু, শেষ পর্যন্ত রিলিজ ক্লজের চড়া মূল্যের ইস্যুতে আর ক্লাব ছাড়া হয়নি তাঁর। এবার থেকে অবশ্য মুক্ত রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার।
গতকাল বুধবার বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাই, আজ বৃহস্পতিবার থেকে ‘ফ্রি’ এজেন্ট আর্জেন্টাইন তারকা। এখন বিশ্বের যেকোনো ক্লাবই মেসিকে নিতে চাইলে সরাসরি দর কষাকষি করতে পারবেন।
২০০১ সাল থেকে বার্সেলোনায় মেসির দীর্ঘ ক্যারিয়ারের প্রতিবারই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন করা হয়েছিল। কিন্তু, এবার তা হয়নি। কাল শেষদিন চলে গেলেও আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, আর্থিক বোঝাপড়ার কারণে ৩০ জুন চুক্তির শেষ দিনের মধ্যে মেসির চুক্তি নবায়ন করতে পারেনি কাতালানরা। তবে, বার্সা সভাপতি লাপোর্তার সঙ্গে মেসির বাবার সম্পর্ক ভালো। তাই ক্লাবটির সঙ্গে চুক্তি আবার হতে পারে বলে ধারণা করছে ক্লাবটি।
বর্তমানে কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো বলছে, এই মুহূর্তে চুক্তি নিয়ে মাথা না ঘামিয়ে জাতীয় দলের ফুটবলে মনোযোগী আর্জেন্টাইন অধিনায়ক। আগামী ১১ জুলাই হবে কোপা আমেরিকার ফাইনাল। আর্জেন্টিনা যদি সেই অবদি যায় তাহলে ধারণা করা হচ্ছে এর আগে চুক্তি নিয়ে তেমন কোনো চূড়ান্ত খবর আসছে না।
সংবাদমাধ্যম এএসের খবর অনুযায়ী, ১ জুলাই থেকে নিয়মানুযায়ী কোপা আমেরিকা চলাকালীন যদি মেসি চোট পান তাহলে তার চিকিৎসার দায়িত্ব বার্সেলোনার থাকবে না। একইভাবে চোটের কারণে তিনি যদি লম্বা সময় বাইরে থাকেন তাহলে পরে বার্সেলোনার সঙ্গে তিনি চুক্তি করলেও তাঁর অনুপস্থিতির সময়ের জন্য ফিফা থেকে কোনো ক্ষতিপূরণ পাবে না ক্লাব।
সবমিলে অনেকটা মুক্ত এখন মেসি। তবে বার্সার চিন্তা থাকতে পারে। কারণ মেসি যেহেতু এখন ফ্রি এজেন্ট, তাঁর সঙ্গে চুক্তি করলে লা লিগা এটাকে নতুন খেলোয়াড় কেনা হিসেবে দেখতে পারে। সে ক্ষেত্রে ক্লাবের বেতনের সীমায়ও প্রভাব পড়তে পারে। এমনেতেই করোনা মহামারিতে বার্সার আর্থিক অবস্থা ভালো না। তার উপর মেসির চুক্তি নিয়ে বড় বিপাকেই আছে স্প্যানিশ ক্লাবটি।
More Stories
বাফুফে নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত বিএনপির তাবিথ আউয়াল
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাবিথের একমাত্র...
ছাত্র আন্দোলনে নীরব থাকায় দুঃখ প্রকাশ করলেন সাকিব
ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনা মুখে পড়তে হয় আওয়ামী লীগের সংসদ সদস্য এবং ক্রিকেটার সাকিব আল...
অবসর: সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি
সময়টা সাকিব আল হাসানের পক্ষে নেই অনেক দিন ধরেই। নিজেই একসময় বলেছিলেন, জাতীয় দলে ড্রাইভিং সিটে যখন থাকবেন না, তখনই...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে রাওয়ালপিন্ডিতে মাঠে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল পুরোই ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র...
লস এঞ্জেলেসে অস্টম ‘শেখ কামাল ট্রফি’ ক্রিকেট টুর্ণামেন্ট’র সংবাদ সম্মেলন
শামসুল আরীফিন বাবলু, প্রবাস বাংলা ডেস্ক, লস এঞ্জেলেস: অস্টম বারের মতো ‘শেখ কামাল ট্রফি ২০২৪’ ইউএসএ আন্তঃলীগ ক্রিকেট টুর্ণামেন্ট’র সমন্বয়ক...
সুপার এইটে যুক্তরাষ্ট্র, বৃষ্টিতে কপাল পুড়লো পাকিস্তানের
ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় প্রথমবার টুর্নামেন্টটিতে অংশ গ্রহণের সুযোগ পায় যুক্তরাষ্ট্র। আর প্রথম আসরেই বাজিমাত করেছে তারা। টুর্নামেন্টে...