তপন দেবনাথ, লস অ্যাঞ্জেলেস থেকে :
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট মো. শামীম হোসেন ও জেনারেল সেক্রেটারি কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু। বাংলাদেশকে ২৫ লাখ মডর্নার টিকা প্রদানের জন্যে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
এই প্রতিবেদকের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে সংগঠনের প্রতিনিধিরা বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালীন এবং বাংলাদেশের বর্তমানে চরম দুঃসময়ে যুক্তরাষ্ট্রের এই টিকা দান এক অতি মহত কাজ যা বাংলাদেশের জণগন চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। নেতৃবৃন্দ আরো বলেন যে যুক্তরাষ্ট্র আরো কয়েকটি মাধ্যমে বাংলাদেশকে যে করোনা টিকা প্রদানের উদ্যেগ নিয়েছে তা যেন অতি তাড়াতাড়ি প্রদান করে।
লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশের প্রাণকেন্দ্র দেশি রেষ্টুরেন্টে গত ২৭ জুন সকালে সংগঠনের নেতৃবৃন্দ এই ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জানানোর জন্য জমায়েত হন। এই সময় সংঠনের আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন- ভাইস প্রেসিডেন্ট কাজী মশহুরুল হুদা, ভাইস প্রেসিডেন্ট শফি আহমেদ, ট্রেজারার নাজমুল চৌধুরী প্রমুখ।
গত ২৬ জুন ঢাকাস্থ মার্কিন রাস্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় যুক্তরাস্ট্র বাংলাদেশকে ২৫ লাখ মডার্নার টিকা প্রদানের খবর প্রচারিত হবার পর নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করেন।
এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে, লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিক তপন দেবনাথ বাংলাদেশের এই করোনাকালীন মহা সংকটসের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশে করোনা টিকা প্রদানের জন্য অনুরোধ করে চিঠি লেখার জন্য বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার নেতৃবৃন্দকে অনুরোধ করলে প্রেসিডেন্ট মো. শামীম হোসেন ও জেনারেল সেক্রেটারি মমিনুল হক বাচ্চু স্বাক্ষরিত একটি পত্র গত ২৮ মে প্রেসিডেন্ট জো বাইডেনকে ই-মেল ও রেজিষ্টার্ড ডাকযোগে প্রেরণ করেন এবং ১ জুন হোয়াইট হাউজ থেকে ই-মেল যোগে পত্রের ইতিবাচক জবাব আসে।
লক্ষ্যণীয় বিষয় যে, এই পত্র প্রেরণের পর পরই যুক্তরাস্ট্র বাংলাদেশকে ২৫ লাখ টিকা প্রদান করছে। এই কথা জোর দিয়ে বলা না গেলেও এই পত্র পেরণের পর থেকে বাংলাদেশ বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে টিকা প্রাপ্তির খবর প্রকাশ হতে থাকে।
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...