Read Time:3 Minute, 57 Second

তপন দেবনাথ, লস অ্যাঞ্জেলেস থেকে :
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারকে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট মো. শামীম হোসেন ও জেনারেল সেক্রেটারি কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু। বাংলাদেশকে ২৫ লাখ মডর্নার টিকা প্রদানের জন্যে এ ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

এই প্রতিবেদকের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে সংগঠনের প্রতিনিধিরা বলেন, বৈশ্বিক মহামারী করোনাকালীন এবং বাংলাদেশের বর্তমানে চরম দুঃসময়ে যুক্তরাষ্ট্রের এই টিকা দান এক অতি মহত কাজ যা বাংলাদেশের জণগন চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে। নেতৃবৃন্দ আরো বলেন যে যুক্তরাষ্ট্র আরো কয়েকটি মাধ্যমে বাংলাদেশকে যে করোনা টিকা প্রদানের উদ্যেগ নিয়েছে তা যেন অতি তাড়াতাড়ি প্রদান করে।

লস অ্যাঞ্জেলেসের লিটল বাংলাদেশের প্রাণকেন্দ্র দেশি রেষ্টুরেন্টে গত ২৭ জুন সকালে সংগঠনের নেতৃবৃন্দ এই ধন্যবাদ ও কৃতজ্ঞাতা জানানোর জন্য জমায়েত হন। এই সময় সংঠনের আরো যারা উপস্থিত ছিলেন তারা হলেন- ভাইস প্রেসিডেন্ট কাজী মশহুরুল হুদা, ভাইস প্রেসিডেন্ট শফি আহমেদ, ট্রেজারার নাজমুল চৌধুরী প্রমুখ।

গত ২৬ জুন ঢাকাস্থ মার্কিন রাস্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় যুক্তরাস্ট্র বাংলাদেশকে ২৫ লাখ মডার্নার টিকা প্রদানের খবর প্রচারিত হবার পর নেতৃবৃন্দ আনন্দ প্রকাশ করেন।

এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে যে, লস অ্যাঞ্জেলেসে বসবাসরত প্রবাসি বাংলাদেশি লেখক ও সাংবাদিক তপন দেবনাথ বাংলাদেশের এই করোনাকালীন মহা সংকটসের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশে করোনা টিকা প্রদানের জন্য অনুরোধ করে চিঠি লেখার জন্য বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাটিক পার্টি অব ক্যালিফোর্নিয়ার নেতৃবৃন্দকে অনুরোধ করলে প্রেসিডেন্ট মো. শামীম হোসেন ও জেনারেল সেক্রেটারি মমিনুল হক বাচ্চু স্বাক্ষরিত একটি পত্র গত ২৮ মে প্রেসিডেন্ট জো বাইডেনকে ই-মেল ও রেজিষ্টার্ড ডাকযোগে প্রেরণ করেন এবং ১ জুন হোয়াইট হাউজ থেকে ই-মেল যোগে পত্রের ইতিবাচক জবাব আসে।

লক্ষ্যণীয় বিষয় যে, এই পত্র প্রেরণের পর পরই যুক্তরাস্ট্র বাংলাদেশকে ২৫ লাখ টিকা প্রদান করছে। এই কথা জোর দিয়ে বলা না গেলেও এই পত্র পেরণের পর থেকে বাংলাদেশ বিভিন্ন মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে টিকা প্রাপ্তির খবর প্রকাশ হতে থাকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post সংসদে প্রবাসীদের জন্য ৩০টি আসন সংরক্ষণের দাবি
Next post বাংলাদেশি বংশোদ্ভূত আকরাম উল্লাহ সিডনি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত
Close