Read Time:1 Minute, 45 Second

ভূমধ্যসাগর থেকে ভাসমান অবস্থায় ১৭৮ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার নৌবাহিনী। এসব অভিবাসনপ্রত্যাশীদের বেশিরভাগই বাংলাদেশি। রোববার তিউনিসিয়া উপকূল থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মার্কিন সংবাদমাধ্যম এপি এ তথ্য জানিয়েছে।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ইরিত্রিয়া, মিসর, মালি ও আইভরি কোস্টের নাগরিক রয়েছেন। তারা অবৈধভাবে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশে যাত্রা করছিলেন।

তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ যেকরি জানান, অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাচ্ছিল। পথে তাদের নৌকা ভেঙে যায় এবং সেটি ডুবে যেতে থাকে। পরে সংকেত পেয়ে তিউনিসিয়া নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

এর আগে গত ২৫ জুন ভূমধ্যসাগরে ভাসমান অবস্থা থেকে তিন মিসরীয় ও ২৬৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তারাও অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করেছিলেন। কিন্তু মাঝ সমুদ্রে নৌকাটি বিকল হয়ে যায়। পরে তিউনিসিয়ার উদ্ধারকর্মীরা তাদের উপকূরে নিয়ে আসেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ৩২ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলো বঙ্গবন্ধু কৃষি পুরস্কার
Next post ক্ষমতা নিশ্চিত করতেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এনআইডি কার্যক্রম : বিএনপি
Close