Read Time:2 Minute, 25 Second

গতকাল ইসরায়েলের ১৩তম প্রধানমন্ত্রী বেনেটকে অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই টুইটের উত্তর হিসেবে ইসরায়েলের নতুন প্রেসিডেন্ট নাফতালি বেনেট বলেন, মোদির সঙ্গে কাজ করতে উদগ্রীব তিনি।

সোমবার এক টুইটে বেনেট জানান, দুই দেশের মধ্যে থাকা ‘উষ্ণ এবং অসামান্য’ সম্পর্ক আরও মজবুত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন তিনি।

বেনেট জানিয়েছেন, তিনি মোদি সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এছাড়া, ইসরায়েলর জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথা প্রধানমন্ত্রী পদের পরবর্তী দাবিদার ইয়াইর লাপিদও জানিয়েছেন, ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যে কাজ করবে নতুন ইসরায়েল সরকার।

গত রবিবার বেনেটের জয়ের পর টুইট করে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিনি তার টুইটে বলেন, ‘‘ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাকে অভিনন্দন। আগামী বছর দ্বিপাক্ষিক সম্পর্কের তিরিশ বছর পূর্ণ হবে। আমি আপনার সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব। দু’দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করার দিকে তাকিয়ে রয়েছি।’’

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে মোদির অভিনন্দন

দুই বছরে চারবার নির্বাচন এবং দীর্ঘ রাজনৈতিক টানাপোড়ন কাটিয়ে বারো বছর পরে ইজরায়েলের মসনদে নতুন সরকার। বেঞ্জামিন নেতানিয়াহুকে হারিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট। ক্ষমতা গ্রহণ করেই ভারতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার বার্তা দিলেন ৪৯ বছরের দক্ষিণপন্থী এই ইহুদি নেতা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ঢাকায় হাজার হাজার গাছ কেটেছেন জিয়াউর রহমান: তথ্যমন্ত্রী
Next post পর্তুগালে করোনার ভারতীয় ধরন ডেল্টা শনাক্ত, আতঙ্কে বাংলাদেশিরা
Close