ইউরোপের অন্যান্য অনেক দেশের মতো পর্তুগালেও শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত বি.১.৬১৭.২। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজিএস) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ৯ জুন পর্যন্ত দেশটিতে মোট ৯২ জন নাগরিকের শরীরে এ ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে।
বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, এখনই যদি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তাহলে দেশটি আরও একবার করোনা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। যার পরিপ্রেক্ষিতে এখানকার প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি হয়েছে বাড়তি আতঙ্ক।
স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজিএস) ও আইএনএসএ রিপোর্ট অনুযায়ী, পর্তুগালে গত ৯ জুন পর্যন্ত নতুন করে যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন তাদের মাঝে শতকরা ৮৮.৪ ভাগ মানুষের মাঝে করোনার যুক্তরাজ্যের ধরন বি১১৭- এর উপস্থিত শনাক্ত করা হয়েছে। এছাড়া ১১১ জন নাগরিকের শরীরে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া বিটা ভ্যারিয়েন্ট এবং ১৪২ জন নাগরিকের শরীরে ব্রাজিলে শনাক্ত হওয়া গামা ভ্যারিয়েন্টের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।
দ্য পর্তুগাল নিউজ এর প্রতিবেদন অনুযায়ী, বিগত দুই সপ্তাহে দেশটিতে যে হারে করোনার ভারতীয় ধরন হিসেবে পরিচিত ডেল্টা নামক নতুন ভ্যারিয়েন্ট আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তা নতুন করে স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজিএস) এবং দেশটির সরকারের মাঝে কপালে ভাঁজ তুলেছে। এভাবে প্রতিনিয়ত সংক্রমণের হার বাড়তে থাকলে পরবর্তী দুই সপ্তাহের মধ্যে প্রতি লাখে ১২০ জন কিংবা তার অধিক নতুন করে আক্রান্ত হতে পারে। বর্তমানে প্রতি লাখে পর্তুগালে করোনার সংক্রমণের হার ৮৩ জন। কেবলমাত্র রাজধানী লিসবনেই আক্রান্তের হার ১.১২ শতাংশ, যা সত্যিই দেশটির জন্যে উদ্বেগজনক বিষয়।
এদিকে করোনা ভাইরাসের সংক্রমণ স্বাভাবিক পর্যায়ে আনতে পর্তুগালের সরকার টিকাদান কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করছে। পর্তুগালে যারা এখনো ভ্যাকসিন পাননি তাদের কড়া নজরদারিতে রাখার পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমের গতি বাড়াতে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আগস্ট মাসের মধ্যেই দেশটির মোট জনসংখ্যার শতকরা ৭০ ভাগ মানুষকে কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে সংক্রমণের হার নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে দেশটিতে সর্বমোট ২৪৫ জন আইসিউতে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে পর্তুগালে দূতাবাসের হিসেব অনুযায়ী, ১৫ হাজার বাংলাদেশির বসবাস রয়েছে, তাদের মধ্যে বেশির ভাগ প্রবাসীরাই রেস্তোঁরা এবং কৃষি কাজের সঙ্গে জড়িত। করোনার আঘাতে তাদের অনেকে চাকরি হারিয়েছেন, অনেকে আবার ব্যবসায় লোকসানের শিকার হয়েছেন।
বর্তমানে দেশটিতে করোনার সংক্রমণ অনেকটা কমে আসায় সরকার লকডাউন শিথিল করেছে। পর্তুগালের অর্থনীতি পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল এবং বছরের অন্যান্য সময়ের চেয়ে এ সময় ট্যুরিজম ক্ষেত্র সবচেয়ে গতিশীল থাকে। তাই এবারের গ্রীষ্মকালকে ঘিরে অনেক প্রবাসী বাংলাদেশি তাদের জীবন ও জীবিকাকে স্বাভাবিক করার স্বপ্ন দেখছেন। তবে ক্রমাগত দেশটিতে নতুন করে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের সে স্বপ্ন যেন কিছুটা হলেও মলিন হয়ে পড়ছে।
পর্তুগালে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী সেলিম বলেছেন, ‘করোনার কারণে দীর্ঘ দিন আমাদের ব্যবসা সরাসরি বন্ধ ছিল। সরকারের নির্দেশ মতে, শুধুমাত্র টেকওয়ে কিংবা হোম ডেলিভারি সেবা সচল রাখা হয়েছিল। মে মাসের শুরুতেই সরকার সবকিছু স্বাভাবিক করলেও, ভারতীয় নতুন ধরনটির হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তা আমাদের মতো ব্যবসায়ীদের জন্যে উদ্বেগজনক বিষয়।’
লিসবনের ইউনিভার্সিটি অব নোভার মাস্টার্স এর ছাত্র আলী সাব্বির বলেন, ‘আমি গতে জানুয়ারি মাসে আমিরাতের একটি ফ্লাইটে বাংলাদেশে আসি। দীর্ঘ দিন বাংলাদেশের সঙ্গে আমিরাতের ফ্লাইট বন্ধ থাকায়, গত মে মাসের মধ্যে আমার রিটার্ন টিকিট থাকা সত্ত্বেও সময় মতো আসতে পারিনি। বাধ্য হয়ে নতুন করে জুনের ২৬ তারিখে তার্কিশ এয়ার লাইনের টিকিট কিনি। কিন্তু ভারতীয় নতুন ধরনের মাত্রা বৃদ্ধি পাওয়ায়, আবারও অস্বস্থিতে পড়ার শঙ্কায় রয়েছি।’
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...