Read Time:1 Minute, 57 Second

শাস্তিটা অবধারিত ছিল। সেটা পেয়েও গেলেন সাকিব আল হাসান। স্টাম্প ভেঙে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। সঙ্গে সিসিডিএম পাঁচ লাখ টাক জরিমানা করেছে সাকিবকে। এর আগে অবশ্য মোহামেডানের তরফ থেকে জানানো হয়, সাকিব চার ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন।

আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি শুরু হয়। আম্পয়ায়ার চাইলেই ওভার শেষ করতে পারতেন। তবে ১ বল বাকি থাকতেই উইকেট ঢেকে ফেলার সিদ্ধান্ত জানান ফিল্ড আম্পয়ায়ার। তখন ক্ষিপ্ত হয়ে যান সাকিব। এগিয়ে এসে ৩টি স্টাম্প উপড়ে মাটিতে আছড়ে মারেন তিনি।

ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন সাকিব। আম্পায়ার ইমরান পারভেজ আবেদন নাকচ করে দেওয়ায় মূলত ক্ষিপ্ত হন সাকিব।

ড্রেসিংরুমে ফেরার সময় ফের ক্ষিপ্ত হন সাকিব। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন রেগে তেড়ে যান সাকিবের দিকে। সাকিবও তার সঙ্গে তর্কে জুড়ে দেন। মাঠের উপস্থিত ক্রিকেটার ও স্টাফরা মিলে দুজনকে শান্ত করেন। পরে অবশ্য সুজনের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্ত-সমর্থকসহ দল ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চান সাকিব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
Next post বাংলাদেশসহ ২৬ দেশ থেকে পাকিস্তান ভ্রমণে নিষেধাজ্ঞা
Close