Read Time:1 Minute, 16 Second

সবকিছু অপরিবর্তীত রেখে করোনা নিয়ন্ত্রণে আনতে লকডাউনের সময়সীমা আরও দুই সপ্তাহের জন্য বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। ১৫ জুন থেকে টোটাল লকডাউন চলবে ২৮ জুন পর্যন্ত।

নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার (১১ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। দৈনিক পাঁচ হাজারের বেশি সংক্রমিত হচ্ছে। এ অবস্থায় পূর্ণ লকডাউন আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হলো। একই সঙ্গে স্বাস্থ্যবিধিতে কোনো পরিবর্তন আনা হয়নি।’

এদিকে আজও দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৬৮৪৯ জন, মারা গেছেন ৮৪ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৭৪৯ জন।

এর আগে ১ জুন থেকে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছিল সরকার। তবে করোনার ধারাবাহিক ঊর্ধ্বগতিতে লকডাউনের সময়সীমা বাড়াতে বাধ্য হলো সরকার।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post এবার স্বর্ণের খনি আবিষ্কারের ঘোষণা তুরস্কের
Next post ম্যাক্রোঁকে চড় মারা যুবককে জেলে কাটাতে হবে চার মাস
Close