Read Time:1 Minute, 42 Second

ভারত-চীন দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দু’জনেই যথেষ্ট অভিজ্ঞ নেতা। তাদের মধ্যেকার সমস্যা তারাই মিটিয়ে নিতে পারবেন। এই বিষয়ে তৃতীয় কোনও আঞ্চলিত শক্তির না ঢোকাই ভাল।

মূলত আমেরিকাকে ইঙ্গিত করে আজ শনিবার এই মন্তব্য করেছেন পুতিন। তিনি বলেন, আমি জানি ভারত-চীনের মধ্যে কিছু বিষয় নিয়ে বিরোধ রয়েছে। এটা প্রতিবেশী দেশগুলোর মধ্যে হয়েই থাকে। আমি নরেন্দ্র মোদী ও শি জিনপিংকে ব্যক্তিগত ভাবে জানি। তারা অভিজ্ঞ রাজনীতিবিদ। তারা পরস্পরকে শ্রদ্ধা করেন। তারাই ঠিক সমাধানসূত্র বের করবেন।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, রুশ প্রেসিডেন্টের শেষের এই মন্তব্য আসলে আমেরিকার উদ্দেশ্যেই করা। কারণ, ভারত-চীন দ্বন্দ্বে নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে প্রথম থেকেই বেইজিংয়ের বিরোধিতায় সরব ওয়াশিংটন। তাদের সেই বিরোধিতার পিছনে কারণ একটাই, দক্ষিণ এশিয়ায় চীনকে আধিপত্য কায়েম করতে না দেওয়া।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post রকেট হামলার ভয়ে যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্না দিয়েছিলেন নেতানিয়াহু
Next post ফের যখন হোয়াইট হাউসে থাকবো, জুকারবার্গের অনুরোধে আর কোনো ডিনার হবে না: ট্রাম্প
Close