একের পর এক পদক্ষেপেও যখন করোনা নিয়ন্ত্রণে আসছে না, তখন কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে মালয়েশিয়া সরকার।
সরকারের এ সিদ্ধান্তে আবারও ঘরবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ প্রবাসী বাংলাদেশি। চাকরি হারিয়ে হতাশায় সময় পার করছে অনেকে। গত বছরের মার্চেও এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল প্রবাসীদের।
ধারাবাহিক করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১ জুন থেকে চলছে দুই সপ্তাহের কঠোর লকডাউন। লকডাউন সফল করতে দেশজুড়ে প্রায় আটশ’ রোডব্লক দেওয়া হয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাবেচা হয় এমন প্রতিষ্ঠান বাদে প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এতেই বিপত্তি। অস্থায়ী ভিত্তিতে কাজ করা কর্মীদের ছাটাই করতে শুরু করেছে অনেক প্রতিষ্ঠান। ঘরে বসে অলস সময় পার করতে হচ্ছে অনেককে। আর বন্ধের এই সময়ে বেতন না দেয়ার কথাও জানিয়ে দিয়েছে বেশ কিছু প্রতিষ্ঠান।
ফেনি প্রবাসী আকবর এদেরই একজন। সুবাংজায়ায় কর্মরত আকবরকে তার প্রতিষ্ঠান লকডাউনের এই সময়ে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে এই সময়ে তাকে বেতন দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
তবে ব্যতিক্রমও রয়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বেসিক বেতন দেওয়ার সিদ্ধান্তের কথা কর্মীদের জানিয়ে দিয়েছে।
শুধু বাংলাদেশি নয়, দেশটিতে কর্মরত অভিবাসী ও স্থানীয়দেরও সম্মুখিন হতে হচ্ছে এ দুর্যোগের। তবে চাকরিতে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা সরকারের নানা সুযোগ-সুবিধার আওতায় এলেও অভিবাসিরা কিছুই পায় না।
রাজধানী কুয়ালালামপুরে চাকরি হারানো কর্মীদের সংখ্যা কিছুটা বেশি। তবে অন্যান্য রাজ্যে এ সংখ্যাটা কম। দীর্ঘদিন মালয়েশিয়ায় আছেন এমন প্রবাসীরা জানান, করোনায় সরকার যেসব পদক্ষেপ নিয়েছেন, সেগুলো মানতে তারা বাধ্য। যদি এ লকডাউন দীর্ঘস্থায়ী হয় তবে মালয়েশিয়াজুড়ে কর্মীদের সমস্যা আরও প্রকট হবে।
এদিকে লকডাউনের মধ্যেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত চব্বিশ ঘণ্টায় দেশটিতে ৭ হাজার ৭৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮৪ জন।
More Stories
ষোল বছর ধরে চলে আসা বিএনপি’র রাজপথের আন্দোলনের সফল সমাপ্তি টেনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: ফজলুল হক মিলন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর জেলা সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক সাংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয়...
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...