Read Time:2 Minute, 30 Second

ব্রিটিশ যুবকের প্রাণ বাঁচিয়ে হিরো বনে গেছেন এক বাংলাদেশি যুবক। তার নাম শেখ নাজমুল হাসান রিফাত। ২৪ বছর বয়সী ওই যুবকের বাড়ি রাজধানী ঢাকার উত্তরার কামারপাড়া এলাকায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নর্থ ওয়েলসে অবস্থিত ব্যাঙ্গর তন্দুরি নামে একটি রেস্টুরেন্টে কয়েকজন যুবক খাবার খেতে যান। এসময় জ্যাক নামে এক যুবকের খাদ্যনালীতে খাবার আটকে যায়। এ সময় রেস্টুরেন্টের ওয়েটার রিফাত বিষয়টা বুঝতে পারেন। এরপর তিনি হিমলিচ কৌশল ব্যবহার করে জ্যাকের খাদ্যনালী থেকে আটকে যাওয়া খাবার বের করে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান জ্যাক।

রেস্টুরেন্টটির ভিডিও ফুটেজে দেখা গেছে, রিফাত জ্যাককে প্রথমে চেয়ার থেকে টেনে তুলে তার পেছন থেকে পেটে চাপ দেয়। এভাবে কয়েকবারের প্রচেষ্টায় জ্যাকের খাদ্যনালীতে আটকে যাওয়া খাদ্য বের হয়ে আসে। এতে জ্যাক যুবক সুস্থ বোধ করেন।
এ বিষয়ে রিফাত বলেন, আমি সবসময় খেয়াল রাখি কাস্টোমারের কী প্রয়োজন। তাদের আরও কিছু লাগবে কিনা? এমন সময় দেখি হঠাৎ জ্যাকের মুখ লাল ও চোখ দিয়ে পানি বের হচ্ছে। তিনি শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করছেন। আমি কয়েক সেকেন্ডের মধ্যে তার সমস্যাটা বুঝতে পারি। আর সেই মোতাবেক তাকে পেছন দিক থেকে ধরে হিমলিচ কৌশল ব্যবহার করে আটকে যাওয়া খাদ্য বের করে আনি। এরপর তিনি আবারও স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারেন।

রিফাত আরও বলেন, তিনি এই কৌশল তার বাবার কাছ থেকে শিখেছেন। ছোটবেলায় তার বাবা এভাবে রিফাতের জীবন বাঁচিয়েছিলেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post নিউইয়র্কে জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
Next post বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল
Close