Read Time:2 Minute, 17 Second

বাংলাদেশের পথশিশুদের সহযোগিতা করতে ৪০ কিলোমিটার হেঁটে ১৪ হাজার ৫৩৫ পাউন্ড (বাংলাদেশি টাকায় ১৭ লাখ ৪৫ হাজার ২২৪ টাকা) অর্থ সংগ্রহ করেছে বাংলাদেশি বংশোদ্ভুত নয় বছর বয়সী হান্নাহ মিয়া।

ম্যানচেস্টারের বাসিন্দা হান্নাহ জানায়, রোজার সময় সে রাস্তার পথশিশুদের ভোগান্তি নিয়ে কয়েকটি ভিডিও দেখেছিল। তাতে তার মনে হয়েছে, আসলেই সে সৌভাগ্যবান, কারণ তার একটি পরিবার আছে ও বাড়ি আছে। এরপরই সে পথশিশুদের সাহায্য করার জন্য কিছু করবে বলে সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এক হাজার পাউন্ড অর্থ সংগ্রহ করে সাহায্য পাঠাবে। তবে, সবার অভূতপূর্ব সহযোগিতায় সে তার লক্ষ্যকে ছাড়িয়ে ১৪ হাজারেরও বেশি পাউন্ড সংগ্রহ করেছে।

হান্নার মা জুয়েল মিয়া বলেন, ‘সবাই অবিশ্বাস্য সমর্থন দেখিয়েছে। তারা সবাই একত্রিত হয়ে সাহায্য করেছে।’

হান্নার প্রত্যাশা, তার এই প্রচেষ্টা রাস্তায় পথশিশুরা প্রতিদিনের যে লড়াইয়ের মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে সবার মধ্যে সচেতনতা বাড়িয়ে তুলবে এবং যতটা সম্ভব পথশিশুদের উদ্ধার করবে।

জাতিসংঘের মতে, বাংলাদেশে আনুমানিক ছয় লাখ পথশিশু রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বজনরা পরিত্যাগ করার পর কিংবা পাচার হয়ে যাওয়ার পরে তাদেরকে রাস্তায় ঝুঁকিপূর্ণ ও মানবেতর জীবনযাপনের মুখোমুখি হয়।

হান্নাহ তার দাতব্য কাজের জন্য দ্য ওল্ডহ্যাম প্লেডজ হাই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও মরিসনস’স লিটল সানশাইন পুরস্কার পেয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ফিলিস্তিনিদের অধিকার আদায়ে বাইডেনের মুখোমুখি রাশিদা তালিব
Next post থামার জন্য আমরা ঘড়ি ধরে বসে নেই: নেতানিয়াহু
Close