Read Time:1 Minute, 54 Second

সচিবালয়ে সাংবাদিক হেনস্থার তীব্র নিন্দা জানিয়েছে লিটিল বাংলাদেশ প্রেসক্লাব অব লস এঞ্জেলেস। এক বিজ্ঞপ্তিতে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করেছে তারা।

সচিবালয়ে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে দীর্ঘ পাঁচ ঘন্টা আটকে রেখে অপদস্থ করা ও মিথ্যা অভিযোগে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছে লিটিল বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি কাজী মশহুরুল হুদা ও সাধারণ সম্পাদক লস্কর আল মামুন এবং সিনিয়র সহ সভাপতি জাহান হাসান, সহ সভাপতি সাঈদ এম হোসেন বাবু, সদস্য নিয়াজ মুহাইমেন ও তপন দেবনাথ।

উল্লেখ্য, সংবাদকর্মী রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলাটি দায়ের হয়েছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট-১৯২৩ এর ধারা ৩ ও ৫ এর আওতায়। এছাড়াও দণ্ডবিধির ৩৮৯ ও ৪১১ ধারায় অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

দুর্নীতিবিরোধী বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন করে পুরষ্কারজয়ী এই সংবাদকর্মী দেশের অন্যতম প্রধান দৈনিক সংবাদপত্র দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

মামলার বাদী হয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বাহরাইনে সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির
Next post আন্তর্জাতিক গণমাধ্যমে সাংবাদিক রোজিনার গ্রেফতারের খবর
Close