Read Time:1 Minute, 55 Second

দক্ষিণ কোরিয়াতে আরিফ হোসাইন (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৬টার দিকে সাইকেলের সাথে প্রাইভেটকারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

তার বাড়ি নোয়াখালী জেলার সচাটখিল উপজেলার ভীমপুর গ্রামে। চাটখিল বাজারে ব্যবসায়ী গোলাম মোস্তাফার ছেলে তিনি। দক্ষিণ কোরিয়ার ফারান এলাকায় একটি ফ্যাক্টরিতে কাজ করতেন আরিফ হোসেন।

তার নিকটতম আত্মীয় দক্ষিণ কোরিয়া প্রবাসী সাংবাদিক মোহাম্মদ মনির হোসেন জানান, সন্ধ্যায় ফ্যাক্টরিতে কাজ শেষ করে সাইকেল চালিয়ে বাজার করার জন্য একটি মার্কেটে যান আরিফ। সেখান থেকে ফেরার পথে হাইওয়ে রোড় থেকে আসা একটি গাড়ির থাকে ধাক্কা লেগে পাশে পিলারের সাথে আঘাত লাগে। এতে ঘটনাস্থলে আরিফের মৃত্যু হয়। পরে পুলিশ আরিফের মরদেহ জুনঘাংগ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

নিহত আরিফ দেড় বছর আগে নিজের এবং পরিবারের ভাগ্য বদলের আশায় কোরিয়াতে এসেছিলেন।

আরিফের অকাল মৃত্যুতে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি ও তার পরিবারে মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে বাংলাদেশ দূতাবাস আরিফের লাশ দেশে পাঠানোর বিষয়ে তদারকি করছে বলে জানা গেছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ফিলিস্তিন সংকট নিরসনে জাতিসংঘের হস্তক্ষেপ চায় বাংলাদেশ
Next post হোয়াইট হাউজের ঈদ উৎসব বর্জনের ঘোষণা মুসলিম-আমেরিকানদের
Close