আগামী ১৪ মে হলিউডের ‘লেমলে নহো’ প্রেক্ষাগৃহে বানিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে সরকারি অনুদানে নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি সিনেমা ‘দ্য গ্রেভ’। গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ানো গোরখোদক এক লোকের জীবনকাহিনি ঘিরে এই সিনেমা। এর কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন গাজী রাকায়েত। প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও গাজী রাকায়েত। এই চলচ্চিত্র একইসঙ্গে বাংলা ভাষায়ও নির্মিত হয়েছে। বাংলা শিরোনাম, ‘গোর’। গত ডিসেম্বরে সিনেমাটি বাংলাদেশে মুক্তি পায়।
চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, নর্থ হলিউডের লেমলে নোহো মুভি থিয়েটারে মুক্তি পাবে সিনেমাটি। সেখানে প্রতিদিন এই সিনেমার তিনটি প্রদর্শনী হবে।
‘দ্য গ্রেভ’ প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, ‘নতুন এক ইতিহাসের সাক্ষী হলাম আমি। সিনেমাটি প্রথমে বাংলায় নির্মাণের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু একটু কায়দা করে সেটি ইংরেজিসহ অনুমোদন করে নিয়েছি। হলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে পাল্লা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ভাষার মাধ্যমে অন্তত সারা বিশ্বে সিনেমাটি ছড়িয়ে দেওয়া যাবে।’
তিনি আরো জানান, আগামী অস্কারের আসরে সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে ইংরেজি ভাষায় নির্মিত ‘দ্য গ্রেভ’ ও আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে বাংলা ভাষার ‘গোর’ সিনেমাটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে প্রথম সিনেমা হিসেবে অস্কারের জন্য দেশের বাইরে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সিনেমাটি প্রবাসী বাংলাদেশিসহ ভারতীয় এবং স্থানীয়দের মধ্যে সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করেছেন পরিচালক।
সিনেমাটিতে গোর খোদকের ভূমিকায় অভিনয় করেছেন গাজী রাকায়েত। এতে আরও অভিনয় করেছেন আশিউল ইসলাম, মামুনুর রশীদ, দিলারা জামান, মৌসুমী হামিদ, সুষমা সরকার, দীপান্বিতা মার্টিন, এ.কে আজাদ সেতু, এসএম মহসিন, শামীমা তুষ্টিসহ অন্যরা।
প্রতিদিন দুপুর ১টা, বিকেল ৪টা এবং সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সিনেমাটি প্রদর্শিত হবে। এর টিকিট কাউন্টার অথবা অনলাইনে ক্রয় করা যাবে। (www.laemmle.com/theatre/noho-7))। ৫০০ আসন বিশিষ্ট সিনেমা হলে প্রতি প্রদর্শনিতে মাত্র ৫০ জন করে (মাস্ক পরিহিত ও দূরত্ব সহ) দেখতে পারবেন সিনেমাটি। থিয়েটারে উপস্থিতির উপরও অস্কারের রেটিং তৈরি হবে।
More Stories
বিয়ে করলেন আনিসুর রহমান মিলন
আবারও বিয়ে করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন। গেল ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা...
ঐক্যবদ্ধ থেকে স্বৈরাচার হাসিনার বিচার নিশ্চিত করতে হবে: কনসার্ট ইকোস অব রেভল্যুশনে বক্তারা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তাঁর দোসরদের বিচার নিশ্চিত করতে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
নিজের অবস্থান পরিষ্কার করলেন ফারুকী
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের খ্যাতমান চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। তিনি উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই সামাজিক...
খালের ওপর গানের স্কুল, বন্যাকে দেওয়া জমির লিজ বাতিল
[embed]https://www.youtube.com/watch?v=qY2kw8NX6Iw[/embed] রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খালের ওপর রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান ‘সুরের ধারা’র জমির লিজ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার...
খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস আর নেই
খ্যাতনামা গজল গায়ক পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। পঙ্কজ উদাসের...
অভিনেত্রী থেকে ‘নেত্রী’ হতে চান তারা
কেউ ছোট পর্দায় কাজ করছেন দীর্ঘদিন, আবার কেউ চলচ্চিত্রে লম্বা সময় অভিনয় করে পেয়েছেন কোটি ভক্তের ভালোবাসা। শোবিজের অনেক তারকাই...