Read Time:2 Minute, 26 Second

নভেল করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের ফর্মুলা উন্মুক্ত করার বিষয়ে দ্বিমত পোষণ করে সমালোচনার মুখে পড়েছেন ধনকুবের বিল গেটস।

স্কাই নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে গেটস সম্প্রতি বলেন, ‘টিকা স্বাস্থ্য ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য সর্বোচ্চ সাবধানতা প্রয়োজন। আর বিশ্বের এমন অনেক টিকা প্রস্ততকারক কোম্পানি আছে যারা সেই সাবধানতা অবলম্বন করে না। ফলে গোটা বিশ্বে সবার কাছে করোনা টিকার ফর্মুলা উন্মুক্ত হওয়া মহৎ কিছু নয়।’

গেটস বলেন, যে সব কোম্পানি বা সংস্থার কাছে টিকা উৎপাদনের সঠিক পরিকাঠামো এবং অনুমতি রয়েছে তারা কেউ বসে নেই। সবাই করোনার টিকা তৈরি করছে। কিন্তু তার বাইরে গিয়ে যথেচ্ছভাবে যদি টিকা উৎপাদন শুরু হয় তবে এর উদ্দেশ্যই ব্যর্থ হবে।

বিল গেটসের পক্ষ থেকে এমন মন্তব্য আসার পর অনেকেই সমালোচনা করছেন।

আমেরিকান প্রগতিশীল রাজনৈতিক উপস্থাপক, বিশ্লেষক ক্রিস্টাল বল বলছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বেশি লাভের আশায় ফর্মুলা গোপন রাখছে। সেখানে গেটসও ফর্মুলা গোপন রাখার কথা বলছেন। তিনি ভ্যাকসিনের জন্য অনেক কিছুই করেছেন। কিন্তু এই মন্তব্য গ্রহণযোগ্য নয়।’

গেটস পরে আরেকটি ব্যাখ্যায় বলেন, ‘যদি যত্রতত্র গজিয়ে ওঠা টিকা প্রস্ততকারক কোম্পানির হাতে এই ফর্মুলা যায়, তাহলে টিকার নিরাপত্তাই বিঘ্নিত হবে। অর্থাৎ টিকার মান বজায় থাকবে না। এতে বিপদ আরও বাড়বে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’

গেটস ফর্মুলা নিয়ে হতাশার কথা বললেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করছেন, যাতে দ্রুত ভ্যাকসিন পৌঁছানো যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post বিশ্বনাথে প্রবাসীর গুলিতে স্কুলছাত্র নিহত, গুলিবিদ্ধ আরও ৩
Next post মেয়র হলে নিউইয়র্কে ঈদের দিনকে ছুটি ঘোষণা করবেন র‍্যামন্ড
Close