নভেল করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের ফর্মুলা উন্মুক্ত করার বিষয়ে দ্বিমত পোষণ করে সমালোচনার মুখে পড়েছেন ধনকুবের বিল গেটস।
স্কাই নিউজকে দেয়া একটি সাক্ষাৎকারে গেটস সম্প্রতি বলেন, ‘টিকা স্বাস্থ্য ক্ষেত্রে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য সর্বোচ্চ সাবধানতা প্রয়োজন। আর বিশ্বের এমন অনেক টিকা প্রস্ততকারক কোম্পানি আছে যারা সেই সাবধানতা অবলম্বন করে না। ফলে গোটা বিশ্বে সবার কাছে করোনা টিকার ফর্মুলা উন্মুক্ত হওয়া মহৎ কিছু নয়।’
গেটস বলেন, যে সব কোম্পানি বা সংস্থার কাছে টিকা উৎপাদনের সঠিক পরিকাঠামো এবং অনুমতি রয়েছে তারা কেউ বসে নেই। সবাই করোনার টিকা তৈরি করছে। কিন্তু তার বাইরে গিয়ে যথেচ্ছভাবে যদি টিকা উৎপাদন শুরু হয় তবে এর উদ্দেশ্যই ব্যর্থ হবে।
বিল গেটসের পক্ষ থেকে এমন মন্তব্য আসার পর অনেকেই সমালোচনা করছেন।
আমেরিকান প্রগতিশীল রাজনৈতিক উপস্থাপক, বিশ্লেষক ক্রিস্টাল বল বলছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন বেশি লাভের আশায় ফর্মুলা গোপন রাখছে। সেখানে গেটসও ফর্মুলা গোপন রাখার কথা বলছেন। তিনি ভ্যাকসিনের জন্য অনেক কিছুই করেছেন। কিন্তু এই মন্তব্য গ্রহণযোগ্য নয়।’
গেটস পরে আরেকটি ব্যাখ্যায় বলেন, ‘যদি যত্রতত্র গজিয়ে ওঠা টিকা প্রস্ততকারক কোম্পানির হাতে এই ফর্মুলা যায়, তাহলে টিকার নিরাপত্তাই বিঘ্নিত হবে। অর্থাৎ টিকার মান বজায় থাকবে না। এতে বিপদ আরও বাড়বে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।’
গেটস ফর্মুলা নিয়ে হতাশার কথা বললেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করছেন, যাতে দ্রুত ভ্যাকসিন পৌঁছানো যায়।
More Stories
পেন্টাগন থেকে ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথি ফাঁস
ইসরায়েলে ১ অক্টোবর ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইরানের ওপর ইসরায়েলি হামলার পরিকল্পনার নথির সামাজিক মাধ্যমে ফাঁস হয়েছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও...
হামাসপ্রধান সিনওয়ার নিহতের গুঞ্জন, খতিয়ে দেখছে ইসরায়েল
হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় নিহত হওয়ার গুঞ্জন উঠেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেশ কয়েকটি ইসরায়েলি সংবাদমাধ্যমে...
বাংলাদেশিসহ সব শান্তিরক্ষীকে সরিয়ে নিতে বললেন নেতানিয়াহু
লেবাননে শান্তিরক্ষী হিসেবে দায়িত্বরত সব সেনাকে সীমান্তবর্তী অঞ্চল থেকে সরিয়ে নিতে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার...
ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
ইয়েমেনের হোদেইদাহ বিমানবন্দর, সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ইয়েমেনের হুথি সমর্থিত টেলিভিশন চ্যালেন...
মুসলিমদের শত্রু এক: খামেনি
ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে এক হওয়ার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, আমরা যদি এক হতে পারি...
ইসরাইলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরাইল যদি ‘সর্বনিম্ন ভুল’ করে তাহলে তেহরান নিশ্চিতভাবে আরও ‘শক্তিশালী এবং কঠোর প্রতিক্রিয়া’...