ছুটি ঘোষণা করার পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছেন ডেমোক্রেটিক পার্টির মনোনয়নের দৌড়ে অবতীর্ণ র্যামন্ড ম্যাকগুইয়ের। গত ১৩ বছর যাবত তিনি সিটি গ্রুপের গ্লোবাল কর্পোরেট এ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়েছেন। নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে র্যামন্ডকে। আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাইয়ের নির্বাচন। মেয়র পদে লড়ছেন মোট ১৩ জন।
বাংলাদেশ প্রতিদিনের প্রশ্নের জবাবে র্যামন্ড বলেছেন, ডেমোক্রেটরা সবসময়ই যুক্তরাষ্ট্রের মূল্যবোধকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর। সকল মানুষের ধর্মীয় চেতনা যথাযথভাবে লালন ও পালনের ক্ষেত্রেও ডেমোক্রেট হিসেবে আমি উদার। তাই, মেয়র হিসেবে জয়ী হতে পারলে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘ঈদের দুদিন’কে এই সিটিতে ছুটি ঘোষণায় কোন কার্পণ্য করবো না। এ ব্যাপারে আমি ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতাদের সাথে এখন থেকেই পরামর্শ শুরু করবো।
উল্লেখ্য, বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ানদের পক্ষে র্যামন্ডকে আনুষ্ঠানিকভাবে সমর্থন প্রদানের জন্যে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এটর্নি মঈন চৌধুরী সম্প্রতি এক সমাবেশের আয়োজন করেন। এটর্নী মঈন বলেন, ১৩৯ ভাষা-ভাষীর মানুষের বসতি রয়েছে এই সিটিতে। তাই অভিবাসী সমাজের মাঝথেকে বেড়ে উঠা র্যামন্ডকে আমাদের সমস্যার কথা বোঝানো কঠিন হয় না। এজন্যেই তার মতো একজন সিটি মেয়র হলে সকল নাগরিকের এগিয়ে চলার পথ সুগম হবে।
র্যামন্ড বলেছেন, করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের অন্তত ৫০ হাজার শ্রমিক-কর্মচারিকে পুনর্বহালে যথাযথ পদক্ষেপ নেবেন। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে সেলস ট্যাক্স রশিদ সংরক্ষণের পরামর্শ দেব। বছর শেষে ট্যাক্সের সেই অর্থে তারা অত্যাবশ্যকীয় বিল পরিশোধ করতে পারবেন অথবা বরখাস্তকৃত কর্মচারিদের পুনর্বহালের সুযোগ পাবেন। সামনের ১২ মাস এই সিটির পারমিট এবং লাইসেন্স নবায়নে কোন ফি নেয়া হবে না। ক্ষুদ্র ব্যবসায়ীদের বকেয়া ভাড়া মওকুফ অথবা সিটি থেকে অনুদানের ব্যবস্থা করা হবে। বিদ্যুৎ, পানি, গ্যাসের বকেয়া বিল মওকুফ করা হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্যে। সামনের জানুয়ারি থেকে এই সিটির ব্যবসায়ীগণের ক্রেডিট র্যাটিংয়ের শর্ত সাসপেন্ডের পদক্ষেপ নেবেন র্যামন্ড।
জননিরাপত্তা, শিক্ষা, হাউজিংয়ের বিদ্যমান সমস্যার সমাধানসহ অসংখ্য সমস্যা থেকে সিটির ছোট-মাঝারি ব্যবসায়ীদের পরিত্রাণে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়ার অঙ্গিকারও করছেন র্যামন্ড ম্যাকগুইয়ের।
প্রসঙ্গত, দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে দু’বছর আগে নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ঈদের দু’দিন ছুটি ঘোষণার পাশাপাশি হালাল খাদ্য পরিবেশনের বিধি তৈরি হয়েছে। এখন আন্দোলন চলছে পুরো সিটির অফিস-স্কুলসহ সকল অফিসে দুই ঈদের দিন ছুটি ঘোষণার।
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...