Read Time:1 Minute, 45 Second

করোনা মোকাবিলায় ভারতে জরুরি চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

ভারতে দ্রুত অবনতি হওয়া করোনার পরিস্থিতি বিবেচনায়, বাংলাদেশ সরকার এ রোগের বিরুদ্ধে লড়াই করছে এমন মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ এবং চিকিৎসা সরঞ্জাম প্রেরণের প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেটের ১০ হাজার প্রায় শিশি অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলাদেশ সরকার কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ায় ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সাথে সংহতি জানায় এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা সরবরাহ ও সংহত করতে প্রস্তুত। বাংলাদেশের মানুষের ভাবনা ও প্রার্থনা তাদের দুর্দশা নিরসনের জন্য ভারতের জনগণের সাথে রয়েছে। প্রয়োজনে বাংলাদেশ আরও ভারতকে সহায়তা দিতে আগ্রহী।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনার চেয়ে বেশি প্রাণঘাতী হতে পারে ‘এএমআর’
Next post সিঙ্গাপুরে সর্বোচ্চ বিক্রির তালিকায় প্রবাসী শরীফ উদ্দীনের বই
Close