Read Time:1 Minute, 34 Second

ইলিয়াস আলীর গুম নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছে দলটি।

বৃহস্পতিবার বিকালে মির্জা আব্বাসের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয় বলে জানিয়েছে বিএনপির দলীয় সূত্র।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্যের ব্যাখ্যা চেয়ে মির্জা আব্বাসকে এ চিঠি দেন।
উল্লেখ্য, গত শনিবার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমি জানি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি। তাহলে গুমটা কে করল? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই।’

এ সময় বিএনপির মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে মির্জা আব্বাস আরও বলেন, ইলিয়াস আলীর গুমের পেছনে দলের অভ্যন্তরে লুকায়িত ‘বদমায়েশগুলো’কে চিহ্নিত করে ব্যবস্থা নিন।

চিঠির বিষয়ে জানার জন্য চেষ্টা করেও মির্জা আব্বাসকে পাওয়া যায়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post করোনা মোকাবিলায় বাংলাদেশ ২৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
Next post কুয়েতে পাপুলের আরও ৩ বছর কারাদণ্ড
Close