লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকার প্রাণকেন্দ্র সোনার বাংলা চত্ত্বরে ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করে। সম্প্রতি লিটল বাংলাদেশ বিউটি ফিকেশন প্রকল্পের মাধ্যমে লিটল বাংলাদেশ অধ্যুষিত এলাকায় দেশ ও জাতির ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরার জন্য জাতীয় স্মৃতিসৌধ সহ বিভিন্ন জাতীয় ম্যুরাল নির্মিত হয়েছে। উক্ত কর্মকে সাধুবাদ জানিয়ে এবং দেশাত্মবোধক কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বীকৃতি স্বরূপ ইতিপূর্বে ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগ শহীদ মিনারের ম্যুরালের সামনে একুশের প্রথম প্রহরে পুষ্পার্ঘ অর্পণ করেছিল। তার ধারাবাহিকতায় সোনার বাংলা চত্ত্বরে নির্মিত জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপন করে।
এ উপলক্ষ্যে ক্যালিফোর্ণিয়া স্টেস্ট আওয়ামী লীগের নেতৃবৃন্দ সমবেত হয়ে পুষ্পার্ঘ অর্পন করে। সেই সাথে সিটি আওয়ামী লীগ ও ক্যালিফোর্নিয়া যুবলীগ পুষ্পার্ঘ অর্পণ করে।
এছাড়া উদযাপন পর্বে ছিল বেলুন উড়িয়ে ও দোয়া পাঠ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক টি জাহান কাজল। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডা: রবি আলম এবং দোয়া পাঠ করেন সভাপতি শফিকুল ইমলাম।
উদযাপনের বিশেষ আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা সম্মাননা। গেজেটেড মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের সহযোদ্ধা আব্দুর রবকে সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মাননা প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা এবং ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগের উপদেষ্টা ফিরোজ আলম।
উপদেষ্টা ফিরোজ আলম বলেন, ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগ প্রতিবছর প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য সম্মাননা প্রদান করবে।
তীব্র শীত উপেক্ষা করে রকমারী আয়োজনে সমাগম হয় দেশাত্মবোধের টানে। স্বাস্থ্যবিধি মেনে সমাবেশ ছিল আনন্দঘন। সোনার বাংলা চত্ত্বরের কর্মসুচী শেষে নয়া চিকেনে নৈশভোজ অনুষ্ঠিত হয়। উদযাপনে অংশগ্রহণ করে সিটি আওয়ামী লীগ বঙ্গবন্ধু শিশু কিশোরা মেলা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার, মুক্তিযোদ্ধাবৃন্দ, কমিউনিটির গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সংবাদ পত্রের প্রতিনিধিবৃন্দ।
More Stories
পাঁচ দেশে গমনেচ্ছু বাংলাদেশিদের জন্য সতর্কতা
পাঁচ দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। দেশ পাঁচটি হলো- থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া।...
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...