বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আমেজে আসছে লেবার ডে উইকেন্ডে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলন উপস্থাপনের সর্বাত্মক প্রস্তুতি চলছে। এ আলোকে গত শুক্রবার ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের সাথে মতবিনিময়ে মিলিত হন ফোবানার নির্বাহী কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীসহ নেতৃবৃন্দ। দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনের এ মতবিনিময়ে আরো ছিলেন ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনর পারীভন পাটোয়ারী এবং মজনু মিয়া, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ড. ফাইজুল ইসলাম এবং সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক।
এ সময় তিন দিনব্যাপী (৩, ৪ ও ৫ সেপ্টেম্বর) সম্মেলনে রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়। উল্লেখ্য, ৩৪ বছর আগে ওয়াশিংটন ডিসি থেকেই ফোবানার যাত্রা শুরু হয়েছে উত্তর আমেরিকায় প্রবাসীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণের সংকল্পে। একইসাথে বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতি প্রবাস প্রজন্মে ছড়িয়ে দেয়ার প্রয়াসও রয়েছে। আসছে সম্মেলনে তারই প্রকাশ ঘটবে বলে উল্লেখ করেন ফোবানা চেয়ারম্যান।
একইদিন সন্ধ্যায় ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির নেতৃবৃন্দের সাথে এক ঘরোয়া বৈঠকে প্রধান অতিথি হিসাবে অংশ নেন জাকারিয়া চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনর জি আই রাসেল। পরিচালনা করেন সদস্য-সচিব শিব্বীর আহমেদ। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সিনিয়র উপদেষ্টা ও ফোবানার আউটস্ট্যান্ডিং মেম্বার সাদেক এম খান, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, সিনিয়র কো-কনভেনর পারভিন পাটোয়ারী এবং মোহাম্মদ মিয়া, জয়েন সেক্রেটারি মনির হোসেন, কো-কনভেনর জুয়েল বড়ুয়া, সিনিয়র কো-অর্ডিনেটর আরশাদ আলী বিজয়, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক, প্রচার কমিটির কো-চেয়ারম্যান আকাশ রইস, রিসিপশন কমিটির চেয়ারপার্সন জেবা বানু, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন মাসুমা আকতার প্রমুখ।
সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত চেয়ারম্যান জাকারিয়া চৌধুরীকে অবহিত করা হয়। এছাড়াও ফোবানা সম্মেলনকে সফল করবার লক্ষ্যে স্বাগতিক কমিটির রোডম্যাপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফোবানা চেয়ারম্যানের ওয়াশিংটন ডিসি সফরের দ্বিতীয় দিনে স্বাগতিক কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সম্মেলনের ভেন্যু ‘গেলর্ড রিসোর্ট এবং ন্যাশনাল কনভেনশন সেন্টার’ পরিদর্শন করেন জাকারিয়া চৌধুরী। ভেন্যু পরিদর্শন শেষে ফোবানা চেয়ারম্যান জাকারিয়া সম্মেলনকে সফল করার জন্য সবাইকে ফোবানার ছায়াতলে সামিল হবার জন্য আমন্ত্রন জানান। এ সময় স্বাগতিক কমিটির পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ইনারা ইসলাম, কনভেনর জি আই রাসেল, সিনিয়র কো-কনভেনর পারভিন পাটোয়ারী এবং মজনু মিয়া, চীফ প্যাট্রন কবির পাটোয়ারী, ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান, কালচারাল কমিটির চেয়ারপার্সন আকতার হোসেন, ট্রেজারার ড. ফাইজুল ইসলাম, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন রোমিও হক, রিসিপশন কমিটির চেয়ারপার্সন জেবা বানু, মহিলা বিষয়ক কমিটির চেয়ারপার্সন মাসুমা আকতার প্রমুখ।
ফোবানা চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী ওয়াশিংটনে বিভিন্ন সংগঠন এবং নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে তিনি সবাইকে ৩৫তম ফোবানা সম্মেলনকে সফল করবার জন্য এগিয়ে আসার জন্য আমন্ত্রন জানান।
উল্লেখ্য, এবারের সম্মেলনের আয়োজক ‘আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’ (এবিএফএস)।
সম্মেলনে দেশ ও প্রবাসের লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিল্পীসহ গুণীজনেরা অংশ নেবেন। সম্মেলনে বিভিন্ন পর্বে থাকবে প্রতিযোগিতা, সেমিনার, বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপন, মুভি ম্যারাথন, ফ্যাশন শো, সায়েন্স অ্যান্ড টেক ফেয়ার, জব ফেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ পূর্তি, বিশ্ববিদ্যালয় মিলনমেলা, মুক্তিযোদ্ধা সম্মাননা, বইমেলা, পুথি ও ছড়া পাঠের আসর, সাহিত্য আড্ডা, ফোবানা ম্যাগাজিন, ফোবানা নিউজ বুলেটিন, ফোবানা ম্যারাথন, ফোবানা প্যারেডসহ নানামুখী আয়োজন।
More Stories
আজারবাইজান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৯) যোগ দিতে আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর)...
বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
নৌবাহিনীর একটি জাহাজে করে অনিয়মিত অভিবাসীদের দ্বিতীয় একটি দলকে আলবেনিয়া পাঠিয়েছে ইতালি। দলটিতে বাংলাদেশ ও মিশরীয় আট অভিবাসী রয়েছেন। শুক্রবার...
ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন
ক্যালিফোর্নিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করা হয়েছে। এ উপলক্ষে স্হানীয় ক্যালিফোর্নিয়া...
সুইজারল্যান্ডে আ. লীগ কর্মীদের হাতে হেনস্তার শিকার আসিফ নজরুল
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা
ছাত্রজনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগ সভাপতিসহ তার...
‘বাংলাদেশী আমেরিকান ডেমোক্রেটিক পার্টি অব ক্যালিফোর্নিয়া’র নির্বাচনী ক্যাম্পেইন ২০২৪
শামসুল আরিফীন বাবলু: প্রবাস ডেস্ক, লসএঞ্জেলেস, যুক্তরাস্ট্র। যুক্তরাস্ট্রে প্রতি চার বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন বা সাধারন নির্বাচন অনুষ্ঠিত হয়।...