পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার বাগ্যুদ্ধে জড়ালেন। বুধবার নির্বাচনী জনসভায় মমতার ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করে মোদি বলেছেন, ‘মানুষের প্রয়োজনে আপনাকে পাশে পাওয়া যায় না। আর ভোটের সময় দুয়ারে সরকার করছেন।’ মেদিনীপুরের কাঁথির ওই সভায় তিনি বলেন, মানুষই দিদিকে দরজা দেখিয়ে দেবে।
অন্যদিকে বাঁকুড়ার বিষুষ্ণপুরে সভায় তৃণমূল নেত্রী মমতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করতাম, এখনও করি। কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি মিথ্যা ছাড়া কিছু বলতেই পারেন না। মোদির মতো মিথ্যাবাদী আমি জীবনে দেখিনি।’
মমতা বলেন, ‘ভোটের আগে নরেন্দ্র মোদি ১৫ লাখ রুপি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপির প্রতিশ্রুতির সেই টাকা পেয়েছেন? আমি যেটা বলেছি, সেটা করেছি। বিজেপি কিছু করতে পারেনি। মোদির মতো মিথ্যা কথা আমি বলি না।’ তিনি বলেন, ‘মোদির তিনটি সিন্ডিকেট। ওরা সব লুট করে নিয়ে যাবে। শুধু ওরা খাবে, আর বাংলার মানুষ কেঁদে বেড়াবে।’
এদিন বহিরাগত ইস্যুতে তৃণমূল নেত্রীর তীব্র সমালোচনা করেন মোদি। তিনি বলেন, ‘কেউ বহিরাগত নয়। সবাই এই ভূমির সন্তান। এই ভূমি বঙ্কিম বাবুর, রবি ঠাকুরের, সুভাষ বসুর, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। বঙ্গভূমি ও ভারতভূমি একই। আমরা ভারতবাসীর সন্তান। এই বঙ্গভূমিতে কেউ বহিরাগত নন। এখানে কোনো ভারতবাসী বহিরাগত নন।’
প্রচারে নামছেন মিঠুন: বৃহস্পতিবার প্রচারে নামছেন গেরুয়া শিবিরের অভিনেতা নেতা মিঠুন চক্রবর্তী। এদিন কয়েকটি রোড-শো করবেন তিনি। এদিন রাজ্যে প্রচারে অংশ নেবেন বিজেপি নেতা অমিত শাহ ও যোগী আদিত্যনাথ। একের পর এক সভা করবেন গৌতম গম্ভীর, রাজনাথ সিংহ। আগামী শনিবার প্রথম দফায় ভোট গ্রহণ হবে। ২৯৪ আসনে আট দফায় ভোট চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ২ মে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
