গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হঠাৎ একটি বাড়িতে শক্তিশালী বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কুয়েতপ্রবাসী বোরহান উদ্দিনের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাড়ির মালিকসহ তিনজন নিহত হন।
এদিকে এ ঘটনায় হাবিবুর নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।
আটক হাবিবুর বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এ ছাড়া নিহত বোরহান উদ্দিনের পরিবারের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহতেরা হলেন উপজেলার নয়াপাড়া গ্রামের ওই বাড়ির মালিক বোরহান উদ্দিন প্রধান (৩৬), একই গ্রামের কবির মিয়ার ছেলে অহেদুল ইসলাম (৩৫) ও মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিরাডাঙ্গার মৃত তৈয়ব আলীর ছেলে রানা মিয়া (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেল সোয়া ৪টার দিকে হঠাৎ ওই প্রবাসীর বাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বসতঘরের চালের টিন উড়ে যায় এবং বাড়ির মালিকসহ দুজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই বাড়িটি ঘিরে রেখেছে।
গাইবান্ধার পুলিশ সুপারসহ অন্য পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কী ধরনের বিস্ফোরণের ঘটনা এটি, তা এখনও জানা সম্ভব হয়নি। বোমা বিশেষজ্ঞ দলকে বিষয়টি জানানো হয়েছে। তারা এসে নিশ্চিত করার পর বিস্ফোরণ সম্পর্কে জানানো সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘কোনো জঙ্গি সংগঠনের নেতাকর্মী গোপনে বোরহান উদ্দিনের বাড়িতে নাশকতামূলক কাজ করেছিল বলে ধারণা করা হচ্ছে। কিন্তু হঠাৎ তা বিস্ফোরিত হলে বাড়ির মালিক বোরহান উদ্দিনসহ তিনজন নিহত হন।’
More Stories
শাহজাহান ওমরের হুংকার, ‘আমি আবারও এমপি-মন্ত্রী হব’
গ্রেপ্তারের পর ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুংকার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার...
মুহাম্মদ ইউনূসকে যেতে দেবেন না, ধরে রাখুন : শফিক রেহমান
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে কাজ করতে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রেহমান। তিনি বলেন, “তাকে...
বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে : ড. ইউনূস
ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে...
সেনাকুঞ্জে হাস্যোজ্জ্বল খালেদা জিয়া
ছয় বছর পর প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে দেখা গেল হাস্যাজ্জ্বল খালেদা জিয়াকে। সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পাশের আসনে...
শেখ হাসিনাকে ফেরানোর নির্দেশনা নিয়ে যা জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে দুই দেশের বৈঠকে আলোচনার সুযোগ...
খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বললেন উপদেষ্টা মাহফুজ-আসিফ-নাহিদ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ...